‘কাউকে আগলে রাখতে পারব না’, পৃথ্বী শ’কে নিয়ে প্রথমবার মুখ খুললেন শ্রেয়স আইয়ার

Published:

prithvi shaw shreyas iyer
Follow

কৌশিক দত্ত, কলকাতাঃ টিম ইন্ডিয়ার ওপেনার তথা উইকেটরক্ষক পৃথ্বী শ বর্তমানের সংবাদের শিরোনামে রয়েছেন। একসময় সচিনের সঙ্গে যেই পৃথ্বীর তুলনা হত, তাঁকে এখন বিনোদ কাম্বলির আসনে বসানো হচ্ছে। আসলে দীর্ঘদিন ধরেই খারাপ ফর্মে রয়েছেন তিনি, আর এই খারাপ ফর্মের কারণে এবারের আইপিএলের মেগা নিলামে তাঁকে কোনও দলই কেনেনি।

বিগত কিছুদিন ধরে পৃথ্বী শ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলছিলেন। গতকালের SMAT ফাইনালে মধ্যপ্রদেশকে হারিয়ে ট্রফি নিজেদের করে নেয় মুম্বই দল। আইপিএল থেকে বাদ পড়ার পরেও এবারের SMAT-তেও তেমন কিছু করতে পারেননি পৃথ্বী। ওদিকে এই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেই জ্বলে উঠেছেন টিম ইন্ডিয়া থেক ব্রাত্য আরেক প্লেয়ার অজিঙ্কা রাহানে।

এবারের IPL মেগা নিলামে দেড় কোটি টাকায় রাহানেকে ঘরে তুলেছে কলকাতা নাইট রাইডার্স। আর এই নিলামের পরই SMAT ট্রফিতে বিধ্বংসী রূপে ধরা দিয়েছেন রাহানে। মুম্বইয়ের হয়ে প্রতিটা ম্যাচেই রান পেয়েছেন তিনি। তবে ফাইনাল ম্যাচে তেমন কিছু করতে পারেননি রাহানে। আর এরই মধ্যে মুম্বইয়ের অধিনায়ক শ্রেয়স আইয়ার দলের ওপেনার পৃথ্বী শ’কে নিয়ে মুখ খুলেছেন।

পৃথ্বী শ’কে নিয়ে মুখ খুললেন শ্রেয়স আইয়ার

পৃথ্বী শয়ের খারাপ ফর্ম ও ফিটনেস নিয়ে শ্রেয়স আইয়ার বলেন, ‘আমরা কাউকে আগলে রাখতে পারব না। ও অনেক ক্রিকেট খেলেছে। সবাই ওকে অনেক যুক্তি দিয়েছে। কিন্তু দিনের শেষে ওকে নিজেরটা বুঝতে হবে। অতীতেও ও কামব্যাক করেছে। ওকে ধ্যানকেন্দ্রিত হতে হবে। ও নিজে থেকে ভাবলে জবাব ঠিক পেয়ে যাবে। কেউ ওকে কিছু করার জন্য বাধ্য করতে পারে না।’

শ্রেয়স আরও বলেন, ‘পৃথ্বী এমনই একজন প্লেয়ার, যে দলের জন্য ১১০% দিতে পারে। ওকে নিজের ভুলটা খুঁজে বের করতে হবে। নিজেকেই ফিরে আসতে হবে।’

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join