রবিবার ভারতে ফিরছেন শুভাংশু শুক্লা, সাক্ষাৎ হতে পারে প্রধানমন্ত্রীর সঙ্গে

Published:

Subhanshu Shukla returning India, may meet the Prime Minister on Monday
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপেক্ষা শেষ হচ্ছে। ঘরের ছেলে এবার ঘরে ফিরছেন। আগামীকাল অর্থাৎ রবিবার আমেরিকা থেকে দেশে ফিরছেন মহাকাশচারী ও অ্যাক্সিওম 4 স্পেস মিশনের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। আশা করা হচ্ছে, রবিতে দেশে ফিরেই সোমবার হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করতে পারেন তিনি। জানা যাচ্ছে, 23 আগস্ট ন্যাশনাল স্পেস ডে সেলিব্রেশানেও অংশ নেবেন শুভাংশু।

সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট শুক্লার

সদ্য নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেশে ফেরার কথা জানিয়ে একটি পোস্ট করেছেন অ্যাক্সিওম 4 স্পেস মিশনের গ্রুপ ক্যাপ্টেন মহাকাশচারী শুভাংশু শুক্লা। আমেরিকা থেকে ভারতে ফেরার পথে বিমানে একটি সেলফি তুলে সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দীর্ঘদিন পর দেশে ফেরার অনুভূতি কেমন সেটাই ব্যক্ত করেছেন তিনি।

এদিকে শুভাংশুর দেশে ফেরার অপেক্ষায় থাকা তাঁর পরিবার, আত্মীয়-স্বজন থেকে শুরু করে বন্ধুবান্ধব সহ গোটা দেশবাসী ঘরের ছেলের ঘরে ফেরার খবর জানতেই একপ্রকার আনন্দে আত্মহারা। তাঁদের সাথে দেখা হওয়া নিয়ে ব্যাপক উচ্ছ্বসিত শুভাংশুও! সে কথা ওই পোস্টে জানিয়েছেন তিনি।

অবশ্যই পড়ুন: তাহলে কি অবসর নিয়ে নেব? পন্থকে দেখতে পেয়েই বলে দিলেন রোহিত শর্মা

 

উল্লেখ্য, টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, দেশে ফিরে সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পাশাপাশি আগামী 23 আগস্ট ন্যাশনাল স্পেস ডে সেলিব্রেশানেও অংশ নিতে পারেন শুভাংশু। বলে রাখি, দীর্ঘ মহাকাশযাত্রায় বেশ কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছেন শুক্লা।

ভারতে ফিরেই সেই অভিজ্ঞতার কথা দেশীয় বিজ্ঞানীদের জানাবেন তিনি। একই সাথে এই মহাকাশযাত্রায় নিজস্ব উদ্যোগে ভারত সংক্রান্ত বেশ কিছু গবেষনাও করেন তিনি। যা আগামীতে ভারতীয় বিজ্ঞানীদের কাজে আসবে বলেই আশা করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join