লর্ডস টেস্টের আগেই উপহার, ICC র‍্যাঙ্কিংয়ে বিরাট লাফ শুভমন ও আকাশ দীপের

Published on:

Shubman Gill and Akash deep make huge leaps in ICC ranking

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এজবাস্টনে ভারতকে কার্যত একার হাতেই জিতিয়েছিলেন অধিনায়ক শুভমন গিল ও দাপুটে পেসার আকাশদীপ। একদিকে, শুভমনের ব্যাট থেকে দ্বিতীয় টেস্টে ভারতের ঝুলিতে যোগ হয়েছিল 430 রান, অন্যদিকে পেসার আকাশদীপ 2 ইনিংস মিলিয়ে তুলেছিলেন 10 উইকেট।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আর সেই সুবাদেই ইংল্যান্ডের বুকে তীর নিক্ষেপ করে জয়ের সরণিতে ফিরেছিল ভারত। তবে যাদের জন্য জয়, সেই শুভমন এবং আকাশদীপ এবার নিজেদের আগুনে পারফরমেন্সের পুরস্কার পেলেন হাতেনাতে। ইংল্যান্ডের ঘরের মাঠে দাঁড়িয়ে দাপট দেখানোর কারণে এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ক্রমতালিকায় বিরাট লাফ দিলেন দুই ভারতীয় তরুণ।

ICC ক্রমতালিকায় বিরাট উত্থান দুই ভারতীয় তরুণের

বুধবার নতুন ক্রমতালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আর সেই তালিকাতেই 15 ধাপ লাফিয়ে ষষ্ঠ স্থানে জায়গা পেয়েছেন টিম ইন্ডিয়ার টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল। বলা বাহুল্য, ইংলিশদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগে ICC ক্রমতালিকায় শুভমন ছিলেন 21 নম্বরে, তবে বুধবার 15 ধাপ এগিয়ে তাঁর জায়গা হল ষষ্ঠ স্থানে। আর এর সবটাই হয়েছে ভারতীয় তরুণের দাপুটে ইনিংসের দরুণ! তাঁর বর্তমান রেটিং পয়েন্ট 807।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এত গেল শুভমনের গল্প। এবার আসা যাক ভারতের ধুরন্ধর পেসার আকাশদীপের প্রসঙ্গে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টেস্ট বোলারদের ক্রমতালিকায় বর্তমানে শীর্ষস্থানে জায়গা ধরে রেখেছেন ভারতীয় পেস বিভাগের স্তম্ভ জসপ্রীত বুমরাহ। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, এজবাস্টন টেস্টে 10 উইকেট নিয়ে ICC ক্রমতালিকায় 39 ধাপ এগিয়ে এসেছেন বাংলার পেসার আকাশদীপ। যা সত্যিই অভাবনীয়!

অবশ্যই পড়ুন: চিন, পাকিস্তানের পর ভারতের আরেক শত্রুর সাথে হাত মিলিয়ে খতরনাক প্ল্যান বাংলাদেশের!

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নতুন ক্রমতালিকায় শুভমন গিলের পাশাপাশি প্রথম দশে রয়েছেন ভারতের দুই ব্যাটার। টেস্ট ক্রিকেটে 858 রেটিং পয়েন্ট নিয়ে। চার নম্বরে জায়গা হয়েছে যশস্বী জয়সওয়ালের। একইভাবে 790 রেটিং পয়েন্টে 8 নম্বরে জায়গা পেয়েছেন ঋষভ পন্থ। এই দুজনেই চলতি সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তবে বলে রাখি, টেস্টে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। যদিও দ্বিতীয় টেস্টে রান পাননি তিনি। এদিকে দ্বিতীয় স্থানে থাকা হ্যারি ব্রুক আবার জো রুটকে বাধ্য হয়েই জায়গা ছেড়ে দিয়ে নিচে নেমে এসেছেন।

ব্যাটসম্যানদের পাশাপাশি জসপ্রীত ও আকাশ ছাড়াও ICC ক্রমতালিকায় 6টি ধাপ এগিয়ে জায়গা পেয়েছেন মহম্মদ সিরাজও। এদিকে টেস্ট অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের গর্ব রবীন্দ্র জাদেজা। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট 391। যদিও ওই একই তালিকাতে লাফ মেরেছেন মুল্ডার। 15 নম্বর থেকে এক লাফে 3 নম্বরে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group