ভারতের ১ নম্বর অধিনায়ক হয়ে উঠলেন শুভমন! ওভাল টেস্টে ভাঙলেন ঐতিহাসিক রেকর্ড

Published on:

Shubhman Gill became India's number one captain by breaking Gabhaskar's record

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্টে কামাল দেখিয়েছেন অধিনায়ক শুভমন গিল। ইংলিশ বোলারদের পিটিয়ে একগুচ্ছ রান করে তিনি যে শুধুই বিশ্ববাসীর নজর কেড়েছেন তেমনটা নয়, সেই সাথে গুঁড়িয়ে দিয়েছেন বহু কিংবদন্তির রেকর্ড।

ওভাল টেস্ট শুরু হতেই সেই ধারা অব্যাহত রাখলেন ভারতীয় তারকা। পঞ্চম টেস্টের একেবারে প্রথম দিনেই শুভমন ভাঙলেন আরও দুই কিংবদন্তির ( গ্যারি সোবার্স ও সুনীল গাভাস্কার ) রেকর্ড। আর তাতেই ভারতের এক নম্বর অধিনায়ক হয়ে উঠলেন তিনি। তবে সবচেয়ে মজার বিষয়, মাত্র 11 রান করেই এই কীর্তি গড়েছেন গিল।

ভারতের এক নম্বর অধিনায়ক শুভমন গিল

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট শুরু হতেই প্রথম ইনিংসে ব্যাট ঘুরিয়ে 11 রান তুলতেই ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্ট সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহ করে ওঠেন শুভমন গিল। বলা বাহুল্য, 1978-79 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 732 রান করেছিলেন সুনীল গাভাস্কার।

এবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় কিংবদন্তিকে ছাড়িয়ে বড় কীর্তি করলেন শুভমন গিল। 11 রান করার পরই চলতি টেস্ট সিরিজে তাঁর রানের সংখ্যা গিয়ে দাঁড়ায় 733 এ। আর সেই সূত্র ধরেই, গাভাস্কারের রেকর্ড গুঁড়িয়ে দিলেন তিনি।

Shubhman Gill became India's number one captain by breaking Gabhaskar's record

অবশ্যই পড়ুন: অনুদান বাড়ল ২৫ হাজার, পুজো কমিটিগুলোকে ১,১০০০০ টাকা দেওয়ার ঘোষণা মমতার

শুভমনের চোখে আরও একাধিক রেকর্ড

বলে রাখা ভাল, ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্ট এক সিরিজে সর্বোচ্চ রান তুলে ভারতের এক নম্বর অধিনায়ক হয়ে উঠেছেন শুভমন গিল। তবে এই মুহূর্তে গিলের হাতে গাভাস্কারের আরও এক রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে। আসলে, এক সিরিজে ভারতীয় মহারথী 774 রান করেছিলেন, কাজেই শুভমন যদি চলতি টেস্টে টিকে যেতে পারেন, তাহলে সেই রেকর্ডও সহজেই গুঁড়িয়ে দেবেন তিনি।

তবে শুধু গাভাস্কার নয়, গিল যদি ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে তাঁর মোট রানের সংখ্যা 811 তে পৌঁছে দিতে পারেন, তবে তিনি ভেঙে ফেলবেন ডন ব্যাডম্যানের বড় কীর্তি। আসলে, ইংল্যান্ডে এক সিরিজে সবচেয়ে বেশি রান করার রেকর্ড রয়েছে এই ব্যাডম্যানের নামেই। জানলে অবাক হবেন, দীর্ঘ 90 বছর ধরে টিকে রয়েছে এই রেকর্ড, যা আজও ছুঁয়ে দেখতে পারেননি কেউই।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥