বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে আমি যোগ্য! মুখে না বললেও হয়তো দ্বিতীয় টেস্টে ডবল সেঞ্চুরি গড়ার পর মনে মনে এমন কথাই ভেবেছিলেন জাতীয় টেস্ট দলের তরুণ অধিনায়ক শুভমন গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে হেডিংলি টেস্টে সেঞ্চুরির পর দ্বিতীয় টেস্টে একেবারে ডবল সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতীয় দলের অন্যতম ভরসাযোগ্য খেলোয়াড়।
তবে শুধুই ডাবল সেঞ্চুরি বললে চলবে না, এদিন গিলের ব্যাট থেকে 387 বলে 269 রানের দাপুটে ইনিংস উপহার পেয়েছিল রোহিত, বিরাটহীন টিম ইন্ডিয়া। আর সেই সূত্র ধরেই টেস্টে ভারতীয় দলের 35 বছরের ইতিহাস বদলে দিয়েছেন গিল রাজা।
ভারতীয় অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে গিলের কীর্তি
ইংলিশ বাহিনীর বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরির ধারা অব্যাহত রাখার পর ডবল সেঞ্চুরি হাঁকিয়ে ভারতীয় অধিনায়ক হিসেবে ইংল্যান্ড দলের বিরুদ্ধে পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছেন শুভমন! বলে রাখি, গতকাল ইংল্যান্ড বাহিনীর বিরুদ্ধে অধিনায়ক হিসেবে গিলের 269 রানের ইনিংস ছিল ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ।
হ্যাঁ, এর আগে 1990 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে টেস্ট ইনিংসে 179 রান করেছিলেন মহম্মদ আজহারউদ্দিন। যা ছিল গিলের ডবল সেঞ্চুরির রেকর্ডের আগে পর্যন্ত সর্বোচ্চ।
তবে আপাতত ভারতীয় দলের অধিনায়ক হিসেবে পূর্বের সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছেন শুভমন। 269 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেই পূর্বের সমস্ত বড় রেকর্ড ভেঙে দেওয়ার পাশাপাশি গিল প্রমাণ করেছেন মহা তারকাদের ছাড়াও ইতিহাস গড়া সম্ভব!
অবশ্যই পড়ুন: ঘুঁচবে পাকিস্তান প্রেম, তুরস্কের জাত শত্রুকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র দিচ্ছে ভারত!
উল্লেখ্য, গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সর্বোচ্চ রান করা ভারতীয় অধিনায়ক হওয়ার পাশাপাশি সুনীল গাভাস্কারের 221 রানের রেকর্ডও ভেঙে ফেলেছেন তিনি। বলা বাহুল্য, 1979 সালে ইংলিশ বাহিনীর বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন গাভাস্কার। বলা চলে, দীর্ঘ 46 বছর পেরিয়ে অবশেষে সেই রেকর্ড গুঁড়িয়ে দিলেন গিল। তবে শুধু গাভাস্কার নয়, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে গিলের 269 রানের ইনিংস ভেঙেছে বহু তারকার রেকর্ড।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |