বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলছে ভারত। সেই আসরেই ব্যাট হাতে কামাল দেখাচ্ছেন অধিনায়ক শুভমন গিল। দ্বিতীয় টেস্ট শুরু হতেই টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। সেই মতোই, যশস্বী জয়সওয়ালদের হাত ধরে শুরুটা দারুণ করেছিল টিম ইন্ডিয়া। পরবর্তীতে সেই ধারা এগিয়ে নিয়ে গিয়েছেন অধিনায়ক গিল। বলা বাহুল্য, ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন গিল। আর সেই সূত্রে এবার সতীর্থ ঋষভ পন্থের বড় রেকর্ড গুঁড়িয়ে দিয়েছেন তিনি (Shubman Gill Breaks Pant Record)।
ঋষভ পন্থের বড় রেকর্ড ভাঙলেন গিল
ESPN এর রিপোর্ট অনুযায়ী,এতদিন ভারতীয় হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। বলে রাখি, WTC চক্রে এখনও পর্যন্ত মোট 2731 রান করেছেন চোটের কারণে জাতীয় দলের বাইরে থাকা পন্থ। যার কারণে এতদিন বড় রেকর্ড কব্জা করে রেখেছিলেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে হাফ সেঞ্চুরি করতেই ঋষভের সেই রেকর্ড ভেঙে দেন অধিনায়ক গিল। যার জেরে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহাক এখন শুভমনই। তাঁর রান 2800 এর গণ্ডি পার করে গিয়েছে। একই সাথে সবচেয়ে বেশি সেঞ্চুরির দিক থেকেও ভারতীয়দের মধ্যে WTC তে ইতিহাস গড়েছেন গিল।
টেস্টে কতগুলি সেঞ্চুরি রয়েছে শুভমনের?
সালটা 2020। সে বছর ভারতীয় দলের সাদা পোশাক গায়ে তুলেছিলেন অধিনায়ক শুভমন গিল। জাতীয় টেস্ট দলে অভিষেক হওয়ার পর থেকে দেশের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান হয়ে উঠেছিলেন শুভমন। বহু যুদ্ধ জয়ে ভারতকে সাহায্য করেছেন তিনি। সেই সাথে রোহিত শর্মার অবসরের পর টেস্ট সংস্করণে ভারতের অধিনায়কের আসনটাও পেয়ে গিয়েছেন তিনি। বলে রাখি, শুভমন এখনও পর্যন্ত মোট 39টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে 2826 রান করেছেন। সেই সাথে লাল বলের সংস্করণে হাঁকিয়েছেন 10টি দুরন্ত সেঞ্চুরি এবং সম সংখ্যক হাফ সেঞ্চুরি।
অবশ্যই পড়ুন: মোট সম্পদ ৩.২০ কোটির, হার্দিক পান্ডিয়ার বান্ধবী মাহিকা শর্মাকে চেনেন?
উল্লেখ্য, শনিবার দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের ইনিংস শেষে 518 রান করে ভারত। এদিন, অপরাজিত থেকে ভারতের হয়ে 196 বলে 129 রান করেছেন শুভমন। অন্যদিকে 258 বলে যশস্বীর ব্যাট থেকে 175 রানের গুরুত্বপূর্ণ যোগদান পেয়েছে টিম ইন্ডিয়া। এছাড়াও সাই সুদর্শন, নীতিশ কুমার রেড্ডি, কে এল রাহুল এবং ধ্রুব জুরেলের ব্যাট থেকে যথাক্রমে 87, 43, 38 এবং 44 রানের যোগদান আসে জাতীয় দলের ঝুলিতে। বর্তমানে সেই লড়াইয়েরই জবাব দিতে মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ দল।