বিক্রম ব্যানার্জী, কলকাতা: টেস্টের পাশাপাশি ভারতের ওয়ানডে দলের অধিনায়ক হয়েছেন শুভমন গিল। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে দুই মহাতারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে তাঁর নেতৃত্বেই খেলতে হবে। এদিকে, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টেস্ট সিরিজ জিতে নিয়েছে ভারত। আর ঠিক সেই আবহে, ক্যামেরার মুখোমুখি হয়ে বিরাট এবং রোহিত প্রসঙ্গে মুখ খুললেন গিল (Shubman Gill On Rohit Virat)। বললেন, ‘তাঁদের কাছ থেকে আমি শুধু এটাই চাইবো…..’
অস্ট্রেলিয়া সিরিজে রোহিত এবং বিরাটের কাছ থেকে কী চান শুভমন?
হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টেস্টে 7 উইকেটে হারানোর পর হোস্ট ব্রডকাস্টার জিওহটস্টারের সাথে কথা বলতে গিয়ে অস্ট্রেলিয়া সিরিজের প্রসঙ্গে ঢোকেন অধিনায়ক শুভমন গিল। এরপর দুই মহাতারকা রোহিত এবং বিরাট প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তাঁরা এমন প্লেয়ার যাঁরা অতীতে আমাদের জন্য বহু ম্যাচ জিতেছে। 10 থেকে 15 বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁদের। আমি অবশ্যই আমার দলে এমন দুজন প্লেয়ার চাই। আমি চাই তারা দুজনে তাঁদের দীর্ঘ অভিজ্ঞতাকে পুরোপুরি ব্যবহার করুক।’
এদিন শুভমন যোগ করেন, ‘অস্ট্রেলিয়া সিরিজে আমি শুধু চাই, তাঁরা মাঠে নেমে নিজেদের সেরাটা দিয়ে খেলুক। আসল কাজটা করুক, জাদু দেখাক…’ অধিনায়ক গিলের কথায় একটা বিষয় খুব স্পষ্ট, রোহিত এবং বিরাটের মতো দুজন আইডলকে নেতৃত্ব দেওয়াটা তাঁর কাছে স্বপ্ন স্বরূপ। মূলত সে কারণেই অন্যান্য ভক্তদের মতো তিনিও রোকো জুটির ম্যাচ দেখতে উদগ্রীব হয়ে রয়েছেন।
অবশ্যই পড়ুন: ফুটবলার খুঁজেছিল লিংকডইনে, বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল সেই ৫ লক্ষ জনসংখ্যার দীপরাষ্ট্র
উল্লেখ্য, আগামী 19 অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচ গড়াবে পার্থে। এরপর দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি রয়েছে 23 অক্টোবর অ্যাডিলেড ওভালে এবং সবশেষে 25 অক্টোবর তৃতীয় ওয়ানডে ম্যাচটি সিডনিতে গড়াবে। বিশেষজ্ঞরা বলছেন, এই সিরিজেই আসন্ন 2027 বিশ্বকাপের আগে নিজেদের আরও একবার প্রমাণ করার সুযোগ পাবেন রোহিত এবং বিরাট। অজিতের বিরুদ্ধে তাঁদের পারফরমেন্সের উপরই নাকি নির্ভর করছে রোকো জুটির আগামী দিনগুলি।