বিক্রম ব্যানার্জী, কলকাতা: 23 জুলাই, ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে মরণ বাঁচন লড়াইয়ে নামবে ভারতীয় দল। কাজেই, চতুর্থ টেস্ট টিম ইন্ডিয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
তবে ইংলিশদের বিরুদ্ধে এই লড়াই শুধুমাত্র ভারতের মর্যাদা রক্ষার লড়াই নয়, আসলে এই টেস্টের হাত ধরে দলকে জেতানোর পাশাপাশি পাকিস্তানের কিংবদন্তি তারকার ঐতিহাসিক রেকর্ড গুঁড়িয়ে দেওয়ারও সুযোগ রয়েছে অধিনায়ক শুভমন গিলের হাতে।
পাক কিংবদন্তির রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে শুভমনের
ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ফর্মে রয়েছেন রোহিত, বিরাটহীন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল। টেস্ট সিরিজের একেবারে শুরু থেকেই সেঞ্চুরি, ডবল সেঞ্চুরি গড়ে ইংলিশ বোলারদের একেবারে নাকের জলে চোখের জলে করেছেন তিনি। এবার পালা, ম্যানচেস্টার টেস্টের।
পরিসংখ্যান বলছে, লর্ডস টেস্ট পর্যন্ত চলতি সিরিজে মোট 607 রান করেছেন শুভমন। আর সেই সূত্র ধরেই এবার ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মহম্মদ ইউসুফের 18 বছরের পুরনো রেকর্ড গুঁড়িয়ে দেওয়ার সুযোগ রয়েছে তাঁর। আসলে 2006 সালে ইংল্যান্ড সফরে 4 টেস্টে 90.14 গড়ে 631 রান করেছিলেন প্রাক্তন পাক ক্রিকেটার। যা ছিল ইংল্যান্ডের মাটিতে এশিয়ান ব্যাটসম্যানদের মধ্যে টেস্ট সিরিজের সর্বোচ্চ রান।
এবার সেই রেকর্ডে থাবা বসানোর সুযোগ রয়েছে গিলের। বলা বাহুল্য, ভারতীয় দলের বর্তমান অধিনায়ক শুভমন যদি, ম্যানচেস্টার টেস্টে আর মাত্র 25 রান করতে পারেন, তবে তিনি ভেঙে ফেলবেন ইউসুফের 18 বছরের পুরনো রেকর্ড। শুধু তাই নয়, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে এশিয়ান ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহও হয়ে উঠবেন গিল। আর এই কাজ শুভমনের জন্য যে খুব একটা কঠিন হবে না সে কথা বুঝে গিয়েছেন বহু ক্রিকেট ভক্ত।
Shubman Gill is 25 runs away from Mohammad Yousuf’s 19-year-old record in England #ShubmanGill #ENGvsIND https://t.co/WKthzv6h4R
— India Today Sports (@ITGDsports) July 20, 2025
অবশ্যই পড়ুন: দীর্ঘ ৫ সপ্তাহ পড়েছিল কেরলে, অবশেষে উড়ল ব্রিটিশ নৌবাহিনীর F-35B যুদ্ধবিমান
উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে 4 টেস্ট খেলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন মহম্মদ ইউসুফ। এরপরই 3 টেস্টে 607 রান করে জায়গা পেয়েছেন শুভমন গিল। এছাড়াও 4 টেস্টে 602 রান নিয়ে তালিকার তৃতীয় স্থানে নাম রয়েছে রাহুল দ্রাবিড়ের। একই সাথে লিস্টের চতুর্থ স্থানে নাম আছে বিরাট কোহলি। তাঁর প্রাপ্তরা 4 টেস্টে 542। পাশাপাশি তালিকার পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছেন যথাক্রমে সুনীল গাভাস্কার ও পাকিস্তানের সেলিম মালিক। দুজনের প্রাপ্ত রান 542 ও 488।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |