IPL-এ ব্যবহৃত প্রযুক্তি এবার বিশ্বকাপে, আরও নিখুঁত হবে আম্পায়ারের সিদ্ধান্ত

Published on:

smart replay system womens t20 world cup 2024

সময়ের সঙ্গে আরও উন্নত হচ্ছে ক্রিকেট। ২২ গজে প্রবেশ করছে নতুন নতুন প্রযুক্তি। এবারের Women’s T20 World Cup 2024 এ ব্যবহার করা হচ্ছে Smart Replay System বা এসআরএস। কী এই প্রযুক্তি? বলা হচ্ছে এই সিস্টেমের ফলে আম্পায়ারের সিদ্ধান্ত আরও নির্ভুল হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আগে ব্যবহার করা হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে

স্মার্ট রিপ্লে সিস্টেম সবার আগে ব্যবহার করা হয়েছিল ইন্ডিয়া প্রিমিয়ার লিগে। এতো দিন আইসিসির কোনও ইভেন্টে এটা ব্যবহার করা হয়নি। এই প্রথম আইসিসির কোনও টুর্নামেন্টে এটা কাজে লাগানো হচ্ছে। ডিআরএস থাকছে। সেই সঙ্গে মহিলা টি২০ বিশ্বকাপে এবার কাজে লাগানো হচ্ছে স্মার্ট রিপ্লে সিস্টেম।

প্রত্যেক ম্যাচে উচ্চ মানের অন্তত ২৮টি ক্যামেরা

বৃহস্পতিবার (৩ অক্টবর) থেকে শুরু হয়েছে উইমেন্স টি২০ ওয়ার্ল্ড কাপ। ভারতের প্রথম ম্যাচ ৪ অক্টবর। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সব ম্যাচেই ডিআরএস-এর সঙ্গে থাকছে এসআরএস। অন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিযোগিতার প্রত্যেক ম্যাচে উচ্চ মানের অন্তত ২৮টি ক্যামেরা কাজে লাগানো হবে। তৃতীয় আম্পায়ার যে কোনও সিদ্ধান্ত যাতে আরও সহজে নিতে পারেন সে জন্য ব্যবহার করা হচ্ছে স্মার্ট রিপ্লে সিস্টেম।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ডিআরএস ও এসআরএস-এর সঙ্গে হক আই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে স্মার্ট রিপ্লে সিস্টেম কার্যকর ভূমিকা নিয়েছিল। তারপরেই এই প্রযুক্তি আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবহার করার সিদ্ধান্ত নেয় আইসিসি। ডিআরএস ও এসআরএস-এর সঙ্গে থাকছে হক আই প্রযুক্তি। টিভি আম্পায়ারের সুবিধার জন্য একই কক্ষে বসছেন হক আই অপারেটররা। যে কোনও জটিল সিদ্ধান্ত নেওয়ার সময় বিভিন্ন ক্যামেরা আঙ্গেলের সাহায্য পাবেন আম্পায়ার। ব্যাট ও বলের মধ্যে দূরত্ব খুব সূক্ষ্ম হলেও সেটা ছবিতে ধরা পড়বে। যার ফলে আরও নিখুঁত সিদ্ধান্ত নেওয়া আম্পায়ারের জন্য হবে সুবিধাজনক।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group