বিক্রম ব্যানার্জী, কলকাতা: শীঘ্রই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং জনপ্রিয় সংগীত পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা পলাশ মুছাল (Smriti Mandhana Weeding)। ইন্ডিয়া টিভির রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই মান্ধানার সাথে সম্পর্কের কথা নিশ্চিত করেছেন পলাশ। বলাই বাহুল্য, মহিলা বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের প্রাক্কালে এই বিশেষ ঘোষণা এসেছে।
সাংবাদিকদের সামনে স্মৃতিকে বিয়ে করার কথা ঘোষণা করেন পলাশ
জানা যাচ্ছে, শুক্রবার নিজ রাজ্যের প্রেস ক্লাবে এক অনুষ্ঠান চলাকালীন সাংবাদিকদের সামনে ক্রিকেটার মান্ধানার সাথে সম্পর্কের কথা জানান সংগীত পরিচালক পলাশ। মুছাল বলেন, ‘আমরা শীঘ্রই একে অপরকে বিয়ে করতে চলেছি। খুব তাড়াতাড়ি ইন্দোরের পুত্রবধূ হবেন স্মৃতি। আমি শুধু এটুকুই বলতে চাই। আমি আপনাদের হেডলাইন দিয়ে দিলাম।’
মান্ধানাকে বিয়ে করার কথা প্রকাশ্যে ঘোষণা করার পর আজ অর্থাৎ রবিবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন স্মৃতি মান্ধনার হবু স্বামী। টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা বার্তা জানাতে গিয়ে পলাশ মুছাল লিখেছেন, ‘আমার শুভকামনা ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর ও স্মৃতি মান্ধানার সঙ্গে আছে। আমরা সব সময় চাই ভারতীয় ক্রিকেট দল প্রতিটি ম্যাচ জিতুক এবং দেশে গৌরব বয়ে আনুক।’
অবশ্যই পড়ুন: ধনতেরাসের পর অনেকটাই কমল সোনা, রুপোর দাম! আজকের রেট
উল্লেখ্য, মহিলা বিশ্বকাপের বিগত চার ম্যাচের দুটিতে জয় এবং দুটিতে পরাজয় নিয়ে এই মুহূর্তে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে ভারতীয় দল। বলাই বাহুল্য, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার কাছে ইতিমধ্যেই দুই ম্যাচ হেরে গিয়েছে ভারত। কাজেই তালিকায় 4 পয়েন্টে থাকা টিম ইন্ডিয়াকে সেমিফাইনালে দৌড়ে এগিয়ে থাকতে হলে আজ ইংল্যান্ডকে হারাতেই হবে। এখন দেখার ইংলিশদের উড়িয়ে হরমনরা আজকের ম্যাচে দখল জমাতে পারেন কিনা।