গম্ভীরের সাথে মনোমালিন্য! BCCI-কে চিঠি লিখে ইস্তফা দিলেন টিম ইন্ডিয়ার কোচ

Published on:

Soham Desai resigns from Indian Cricket team coaching staff role

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অভিষেক নায়ারদের পর এবার স্বইচ্ছায় ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) ছাড়লেন টিম ইন্ডিয়ার স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে পাঠানো ইস্তফার কথা সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন প্রধান কোচ গৌতম গম্ভীরের অধীনে কাজ করা ওই ভারতীয় মহারথী।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

হঠাৎ কোচিং স্টাফের পদ থেকে সরে দাঁড়ালেন বড় তারকা

হঠাৎ এল বড় খবর! শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন সোহম দেশাই। হ্যাঁ, মেন ইন ব্লুদের সাথে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে কাজ করে যাওয়া এই মহান ব্যক্তিত্বকে এবার হারালো ভারতীয় ক্রিকেট দল। খোঁজ নিয়ে জানা গেল, ইতিমধ্যেই, BCCI-কে ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন দেশাই। যদিও সেই খবর সমাজ মাধ্যমে শেয়ার করেছেন ভারতীয় দলের ওই প্রাক্তনী।

কেন হঠাৎ পদ ছাড়লেন সোহম দেশাই?

বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানাচ্ছে, রবি শাস্ত্রী হেড কোচ থাকাকালীন সময়ে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ভূমিকায় কোচিং করানো সোহম নাকি অস্ট্রেলিয়ার মাটিতে গত বর্ডার গাভাস্কার ট্রফিতে পরাজয় নিয়ে যথেষ্ট চিন্তিত ছিলেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

জানা গিয়েছে, সেবার বর্ডার গাভাস্কার সিরিজে ভারতের ছেলেদের ব্যর্থতা নিজের হৃদয় নিয়ে ফেলেছিলেন তিনি! শোনা যায়, অজিদের বিরুদ্ধে হারের পরই পরিস্থিতি বদলে যায়, যদিও চ্যাম্পিয়নস ট্রফির বিশ্বসেরা জয় সেই পরিস্থিতির বদল ঘটাতে পারেনি। সূত্র বলছে, মূলত সেই সব কারণকে সামনে রেখেই জাতীয় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন দেশাই।

সমাজমাধ্যমে সোহমের দীর্ঘ পোস্ট

সদ্য জাতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতির কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সোহম লিখেছেন, দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেটে সেবা করার সুযোগ পাওয়ায় আমি সত্যিই আনন্দ। এই কাজ যথেষ্ট সম্মানের ও সৌভাগ্যের! এরপরই সোহম বলেন, প্রথম থেকেই দৃষ্টিভঙ্গি পরিষ্কার ছিল আমার। মানসিক বাধা ভুলে বিশ্বের সেরা দল হওয়ার চেষ্টা করে যেতে হবে নিরন্তর! মূল্যবোধের প্রতি সৎ থাকতে হবে। সোহম আরও জানান, ব্যর্থতা আসবেই!

তবে তাতে ঘাবড়ে গেলে চলবে না! একেবারে শেষে, দেশাই জানিয়েছিলেন, রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়দের নিয়ে কী বলব! ওরা সমর্থনের মাধ্যমে আমার যাত্রার প্রতিটি ধাপকে নতুন রূপ দিয়েছে। দলের সকলে পাশে ছিল বলেই এতকিছু! সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ। পোস্টের একেবারে অন্তিম লগ্নে সোহম লিখেছিলেন, যিনি একাধারে কোচ, পরামর্শদাতা, পথপ্রদর্শক বড় ভাইয়ের মতো তাঁকে বিদায় জানানোটা সত্যিই কঠিন। তবে এটাই শেষ নয়! আবার দেখা হবে।

অবশ্যই পড়ুন: ভারতের বিরুদ্ধে টেস্ট যুদ্ধের আগেই বিরাট ধাক্কা ইংল্যান্ড শিবিরে! আঙুল ভাঙল তারকা অলরাউন্ডারের

প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রাক্কালে সোহমের মতো একজন কোচের পদত্যাগ যথেষ্ট চাপে রাখতে পারে ভারতীয় দলকে। কিন্তু ঠিক কী কারণে ইস্তফা দিলেন তিনি? সূত্রের যা খবর, মূলত প্রধান কোচ গম্ভীরের সাথে মনোমালিন্য নিয়েই দায়িত্ব ছাড়লেন দেশাই! এবার তাঁর ভূমিকায় কাকে আনা হবে, সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট উত্তর মেলেনি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group