রামবনমীর দিন ইডেনেই হবে KKR Vs LSG ম্যাচ? কোমর বাঁধলেন খোদ সৌরভ

Published on:

kkr vs lsg sourav ganguly

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 6 এপ্রিল ইডেনেই হবে ম্যাচ! রামনবমীর দিন KKR বনমা লখনউয়ের ম্যাচ (KKR Vs LSG) বাঁচাতে ময়দানে নামলেন খোদ সৌরভ গাঙ্গুলি। নাইটদের ম্যাচ যাতে কলকাতা থেকে অন্য শহরে চলে না যায় সেজন্যই এবার প্রাণপণ চেষ্টা করবেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রাক্তন প্রেসিডেন্ট তথা ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ।

পর্যাপ্ত নিরাপত্তার অভাবে ম্যাচ আয়োজন করা অসম্ভব

আগামী 6 এপ্রিল, রবিবার রাজ্যজুড়ে পালিত হবে রামনবমী। এদিন তিলোত্তমার রাজপথে ধর্মীয় উৎসব উপলক্ষে বহু শোভাযাত্রা থেকে শুরু করে মিছিল বের হবে। সাম্প্রতিক সময়ে রামনবমীকে কেন্দ্র করে রাজ্যে অশান্তির ছবিও যথেষ্ট স্পষ্ট। তাই দগদগে ক্ষততে যাতে নতুন করে আঘাত না আসে সেজন্যই প্রচন্ড সতর্ক কলকাতা পুলিশ।

মূলত একই দিনে ইডেন গার্ডেন্সে কলকাতা বনাম লখনউয়ের ম্যাচ থাকায় IPL ম্যাচটিতে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না বলেই সিএবিকে চিঠি দিয়েছিল কেপি। সম্প্রতি সেই চিঠির উত্তরে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকলে ইডেনে ম্যাচ আয়োজন করা সম্ভব নয়।

আর এরপরই ইডেনের বিকল্প ময়দান হিসেবে গুয়াহাটির বর্ষপাড়া স্টেডিয়ামের কথা ভাবা হচ্ছিল। এহেন আবহে, শোনা যাচ্ছে নাকি দাদা সৌরভের চেষ্টাতেই ইডেনে বাঁচতে পারে কলকাতা বনাম লখনউয়ের ম্যাচ। কিন্তু কীভাবে? কোন পথে হাঁটবেন মহারাজ? ।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

কোন পথে হাঁটলেন দাদা?

বেশ কয়েকটি সূত্র মারফত খবর, ইডেনে যাতে 6 এপ্রিলের ম্যাচ আয়োজন করা যায়, সেজন্য নাকি ইতিমধ্যেই পুলিশ-প্রশাসনের উচ্চ পদস্থ কর্তাদের সাথে আলোচনা সেরেছেন দাদাগিরির সঞ্চালক। পর্যাপ্ত নিরাপত্তা সুনিশ্চিত করে ইডেনেই KKR বনাম LSG-র ম্যাচ আয়োজন করা যায় কিনা সে বিষয়েও দীর্ঘ বাক্য চলাচালি চলেছে। আসলে ইডেনে লখনউয়ের ম্যাচ নিয়ে বিশেষ উন্মাদনা রয়েছে কলকাতাবাসির মধ্যে।

অবশ্যই পড়ুন: KKR বনাম RCB ম্যাচে ড্রিম টিমে রাখুন এই 11 জনকে! কাকে অধিনায়ক-সহ অধিনায়ক করবেন?

আর সেই উন্মাদনাকে প্রাধান্য দিয়েই ক্রিকেটের নন্দনকানন থেকে ম্যাচ হাতছাড়া করতে চাইছেন না দাদা সৌরভ গাঙ্গুলি। বলে রাখি, এর আগেও বহুবার ক্রিকেট নিয়ে নানান জটিল সমস্যার সমাধান এসেছিল মহারাজের হাত ধরেই। কাজেই এখন দেখার, দাদার অংশগ্রহণে 6 এপ্রিলের ম্যাচ ইডেনে আয়োজিত হয় কিনা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥