বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের 94তম সাধারণ বার্ষিক সভায় একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন দাদা সৌরভ গাঙ্গুলি। বঙ্গ ক্রিকেটের প্রশাসনে ফিরেই এবার ইডেন গার্ডেন্স নিয়ে বড় লক্ষ্যের কথা জানালেন মহারাজ। জানা গিয়েছে, CAB সভাপতির দায়িত্ব পেতেই ইডেনের আসন সংখ্যা বাড়ানোই লক্ষ্য সৌরভের (Sourav Ganguly On Eden Gardens)।
শীঘ্রই নতুন ইডেন দেখতে চলেছে কলকাতা!
সর্বভারতীয় সংবাদমাধ্যম NDTV-র রিপোর্ট অনুযায়ী, গতকাল আনুষ্ঠানিকভাবে CAB সভাপতি দায়িত্ব পেতেই সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, খুব শীঘ্রই ইডেনের আসন সংখ্যা বাড়ানো হবে। সৌরভের কথায়, আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই ক্রিকেটের নন্দনকানন অর্থাৎ ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের আসন সংখ্যা বাড়ানোর কাজ শুরু হবে। কারণ, এই কাজ সময় সাপেক্ষ। তাছাড়াও লিজের নবীকরণ হয়েছে।
বলা বাহুল্য, আগে ইডেনে এক লাখের উপর দর্শক আসন ছিল। তবে 2011 সালের বিশ্বকাপের আগে গ্যালারি সংস্কারের কারণে দর্শক আসনের সংখ্যা 68 হাজারে নামিয়া আনা হয়। তবে আশা করা যাচ্ছে, দাদার হাত ধরে এবার একেবারে নতুন রূপে সেজে উঠবে ইডেন! বাড়বে দর্শক আসন সংখ্যাও। যদিও এই মুহূর্তে তাড়াহুড়ো করছেন না সৌরভ। আসন্ন নভেম্বরেই ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। 14 নভেম্বর থেকে শুরু হওয়া সেই সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ইডেনে। যদিও সেই ম্যাচ নিয়ে বিশেষ কিছু ভাবেননি সৌরভ।
গাঙ্গুলির বক্তব্য, আমি ওই ম্যাচটা নিয়ে এখনও বিশেষ কিছু ভাবিনি। হাতে কিছুটা সময় আছে। এটুকু জানি একটা ভাল টেস্ট হবে। কারণ দক্ষিণ আফ্রিকা বিশ্বচ্যাম্পিয়ন। বাকি ভাল পিচ, ভাল দর্শক, পরিকাঠামো সবই রয়েছে। তাই ম্যাচটাতেই চোখ থাকবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ইডেনে হওয়ার সম্ভাবনা কতটা?
আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর সেই আসরের সেমিফাইনাল অথবা কোনও বড় ম্যাচ ইডেনে অনুষ্ঠিত হবে কি? এমন প্রশ্নের উত্তরে বঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি সৌরভ বলেন, বোর্ডের সাথে কথা বলব। সেখানেও নতুন সদস্য রয়েছেন। আমি নিশ্চিত যে ও ঠিক কাজ করবে। মিঠুনের পাশাপাশি রঘুরাম ভাট সহ অন্যান্য কর্মকর্তারাও রয়েছেন বোর্ডে। দাদার কথা থেকে এটুকু আভাস পাওয়া যায় যে, 20 ওভারের বিশ্বকাপের একটি ম্যাচ হলেও গড়াবে ইডেনে।
অবশ্যই পড়ুন: ঘরের মাঠে ইউনাইটেড বধ! ৪৮ ঘণ্টার মধ্যেই ফের CFL চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল
প্রসঙ্গত, CAB সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ইডেন নিয়ে নতুন পরিকল্পনার পাশাপাশি প্রথম শ্রেণীর ক্রিকেটের পরিকাঠামো উন্নত করা এবং ডুমুরজালায় একটি অত্যাধুনিক অ্যাকাডেমি চালু করার বিষয়েও জোর দিয়েছেন সৌরভ। এছাড়াও বড় দায়িত্ব কাঁধে পেতেই জেলা অ্যাসোসিয়েশন এবং রাজ্য ইউনিটগুলির অনুদান 5 কোটি টাকা থেকে বাড়িয়ে 8 কোটি টাকা করার ঘোষণা করেছেন মহারাজ।