ইস্টবেঙ্গলের ম্যাচে বিরাট অশান্তি! ময়দানে নামলেন সৌরভ গাঙ্গুলি

Published on:

Sourav Ganguly solved the problem in the final match between East Bengal and Bhawanipore

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৃষ্টির বাহানা দেখিয়ে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স থেকে IPL ফাইনাল সরিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সেই ফাঁকেই রবিবার থেকে ইডেনে চলছে CAB লিগের গোলাপি বলের ফাইনাল ম্যাচ। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে 3 উইকেটে 257 রান তুলে প্রথম দিনের ইনিংস শেষ করে ভবানীপুর ক্লাব। তবে সমস্যা তৈরি হয় দ্বিতীয় দিনে।

পরেরদিন ম্যাচ শুরু হতেই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। হঠাৎ আউট হয়ে ড্রেসিংরুমে চলে যাওয়া এক ক্রিকেটারকে ফের মাঠে ফিরিয়ে আনেন আম্পায়াররা। আর এতেই রাগে অগ্নিশর্মা অবস্থা হয় ইস্টবেঙ্গলের। তৈরি হয় বিরাট অশান্তি! শেষ পর্যন্ত না খেলেই দল তুলে নেয় ইস্টবেঙ্গল। পরিস্থিতি আরও বিগড়ে যায় তার আগেই সমস্যা সমাধানে ময়দানে নামেন খোদ দাদা সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। তারপর?

ঠিক কী ঘটেছিল?

গত সোমবার ইস্টবেঙ্গল বনাম ভবানীপুর ক্লাবের ফাইনাল ম্যাচের দ্বিতীয় দিন ছিল। এদিন প্রথম ওভারের দ্বিতীয় বলে ইস্টবেঙ্গল ফিল্ডারের কাছে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ভবানীপুরের শাকির হাবিব গান্ধী। এর আগে ইস্টবেঙ্গল প্লেয়ারদের তরফে উইকেটের আবেদন করা হলে আম্পায়াররা তাতে সম্মতি দিয়েছিলেন। তবে পরবর্তীতে রিপ্লে নেওয়া হলে দেখা যায় ওই ক্যাচ আদতে বৈধ ছিল না! আর এর পরই ফের শাকিরকে ড্রেসিংরুম থেকে ফিরে আসাতে বলেন আম্পায়াররা।

আর এই ঘটনা ঘিরেই তৈরি হয় ব্যাপক অশান্তি! সাজঘরে ফিরে যাওয়ার পরও কী করে একজন ক্রিকেটারকে ফিরিয়ে নিয়ে আসা যায়! মূলত এমন বক্তব্যকে সামনে রেখেই শেষ পর্যন্ত ফাইনাল থেকে দল তুলে নেয় ইস্টবেঙ্গল। বন্ধ হয়ে যায় খেলা। ইস্টবেঙ্গল ফাইনাল ম্যাচ থেকে দল তুলে নিয়েছে, যা অন্যান্য ক্রিকেট সমাজে ভাল বার্তা দেবে না। একথা বুঝতে পেরেই তড়িঘড়ি সমস্যা সমাধানে এগিয়ে আসেন মহারাজ সৌরভ গাঙ্গুলী।

অবশ্যই পড়ুন: ভারত নাকি বাংলাদেশ, মাথাপিছু আয়ে আদতে এগিয়ে কে? পরিসংখ্যান দেখলে শিউরে উঠবেন

দাদার হস্তক্ষেপে মিলল সমাধান

আম্পায়ারদের সিদ্ধান্তের বিরোধিতা করে ইস্টবেঙ্গল দল তুলে নিলে শেষ পর্যন্ত মাঠে নামতে হয় সৌরভ গাঙ্গুলীকে। দাদার হস্তক্ষেপে শেষ পর্যন্ত শিথিল হয় পরিস্থিতি। এদিন মাঠে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্রিকেট দলের কোচ আব্দুল মুনায়ম ও মেন্টর সম্বরণ বন্দ্যোপাধ্যায়ও। একই সাথে ইস্টবেঙ্গল দলের শীর্ষ কর্তা দেবব্রত সরকারও এদিন সমস্যা সমাধানে এগিয়ে এসেছিলেন।

শেষ পর্যন্ত CAB-র সাথে দীর্ঘ আলোচনার পর আম্পায়ারদের সিদ্ধান্ত মেনে নেয় ইস্টবেঙ্গল। লাল হলুদের তরফে জানানো হয়, আম্পায়ারের একটা সিদ্ধান্তের জন্য যাতে গোটা ম্যাচ ভেস্তে না যায়, সেজন্যেই ওই সিদ্ধান্তকে মেনে নিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব।

সঙ্গে থাকুন ➥