বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার পাকিস্তানে টেস্ট সিরিজ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। কাজেই, টি-টোয়েন্টি দলের বেশিরভাগ দাপুটে ক্রিকেটারই এখন সেখানে। আর সেই আবহে গতকাল অর্থাৎ শনিবার, সিরিজের একটিমাত্র টি-টোয়েন্টিতে (South Africa Vs Namibia) শেষ চারে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে নামিবিয়া। এক কথায়, চতুর্থ পূর্ণ দেশ হিসেবে টি-টোয়েন্টি সিরিজে নামিবিয়ার কাছে পরাস্ত হল দক্ষিণ আফ্রিকা।
দ্বিতীয়বারের মতো সহযোগী দেশের কাছে হারল দক্ষিণ আফ্রিকা
গতকাল, প্রথমে ব্যাট করতে নেমে 8 উইকেটে 134 রান তোলে প্রোটিয়ারা। বলাই বাহুল্য, শনিবার সে অর্থে টিকে খেলতে পারেনি দক্ষিণ আফ্রিকার কেউই। তাতে যা রান হয়েছে তা নিয়েই প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে আফ্রিকানরা। কিন্তু তাতে কাজের কাজ হল না। দক্ষিণ আফ্রিকার বেঁধে দেওয়া 135 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 6 উইকেটে জয় নিশ্চিত করে নামিবিয়া।
এদিন, সোজা বাউন্ডারিতেই প্রতিপক্ষের পরাজয় নিশ্চিত করেছিল নামিবিয়া ব্রিগেড। যার জেরে কার্যত নাক কাটা গিয়েছে অবসর ভেঙে টি-টোয়েন্টি দলে ফেরা কুইন্টন ডি’কক সহ বাকিদের। তবে বলে রাখা প্রয়োজন, এ নিয়ে দ্বিতীয়বার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কোনও সহযোগী দেশের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে হারল দক্ষিণ আফ্রিকা। এর আগে, 2022 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে 13 রানে প্রোটিয়াদের হারিয়েছিল নেদারল্যান্ডস।
অবশ্যই পড়ুন: তলিবানি হামলায় খতম ১২ পাকিস্তানি সেনা, ডুরান্ড লাইনে ভয়াবহ সংঘর্ষ দুই দেশের
🇳🇦 Namibia have created history!
They chased down 135 runs to beat South Africa in front of a packed home crowd in Windhoek!
It was their first-ever meeting against South Africa and also the grand opening of the Namibia Cricket Ground — what a dream day for Namibian cricket! pic.twitter.com/bQsd3neUXn
— Associate Chronicles (@AssociateChrons) October 11, 2025
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার ছুঁড়ে দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে বেশ ভালই শুরু করেছিল নামিবিয়া। যদিও 22 ও 28 রানে পরপর দুই উইকেট হারিয়ে চাপ বাড়ে দলটির। পরবর্তীতে ছোট ছোট ইনিংস খেলে দলকে ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন নামিবিয়ার ছেলেরা। এদিন জেন গ্রিনের ব্যাট থেকে সর্বোচ্চ রান পেয়েছিল নামিবিয়া। ব্যাট হাতে 23 বল খেলে একটি ছয় ও দুটি চার সহযোগে 30 রানের ঘরে অপরাজিত থেকেই নামিবিয়ার গায়ে জয়ের তকমা সেঁটে ছিলেন তিনি। সব মিলিয়ে, ব্যাটে, বলে দাপুটে পারফরমেন্স দেখিয়ে দক্ষিণ আফ্রিকার মতো বড় দলের সামনে ঘরের মাঠে জেতাটা নামিবিয়ার জন্য আদতেই ইতিহাস হয়ে থাকবে।