এটাই হয়ত শেষ টেস্ট! অবসরের ইঙ্গিত দিলেন কেএল রাহুল? জোর জল্পনা

Published on:

kl rahul

প্রীতম সাঁতরা, কলকাতাঃ বেঙ্গালুরুতে (India vs New Zealand Bengaluru Test) প্রথম টেস্ট ভারতীয় দলের ছিল জন্য হতাশাজনক। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টিম ইন্ডিয়া হেরেছে ৮ উইকেটে (IND vs NZ)। দুই ইনিংসেই ফ্লপ করায় আলোচনার অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছেন কেএল রাহুল (KL Rahul)। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম রাহুলের ঘরের মাঠ। ঘরের মাঠে রাহুল ব্যাট হাতে কোনো প্রভাব ফেলতে পারেননি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মাটি ছুঁলেন রাহুল

এই ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় কেএল রাহুলের টেস্ট থেকে অবসর নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। এই জল্পনা শুরু হওয়ার অন্যতম কারণ একটি ভিডিওর। পঞ্চম দিনের প্রথম সেশনে উইল ইয়ং এবং রাচিন রবীন্দ্র নিউজিল্যান্ডের হয়ে নয় নিশ্চিত করেন। ম্যাচ শেষ হওয়ার পর দুই দলের খেলোয়াড়রা প্রথামাফিক একে অন্যের সঙ্গে করমর্দন করছিলেন। তখন কেএল রাহুলকে দেখা গিয়েছে স্টেডিয়ামের মাটি স্পর্শ করতে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

টেস্ট ক্রিকেটে রাহুলের ফর্ম বলার মতো না

অল্প সময়ের মধ্যেই রাহুলের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হতে থাকে। এখন সোশ্যাল মিডিয়ায় ভক্তরা কেএল রাহুলের টেস্ট ফরম্যাট থেকে অবসর নেওয়ার কথা বলছেন। যদিও কেএল রাহুল বা বিসিসিআইয়ের তরফে এখনও এমন কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। এই বছর টেস্ট ক্রিকেটে কেএল রাহুলের ফর্ম বলার মতো নয়। বেঙ্গালুরুর ম্যাচ সহ তিনি এখনও পর্যন্ত মোট ৫টি টেস্ট ম্যাচ খেলেছেন, যেখানে মাত্র দু’টি হাফ সেঞ্চুরি করতে পেরেছেন। এই ম্যাচগুলোতে তাঁর রান ছিল যথাক্রমে ৮, ৮৬, ২২, ১৬, ২২*, ৬৮, ০, ১২। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকের পর এখনo পর্যন্ত ৫৩ ম্যাচ খেলে ৮টি সেঞ্চুরি সহ ২৯৮১ রান করেছেন লোকেশ রাহুল। টেস্ট ফরম্যাটে তাঁর সেরা স্কোর ১৯৯ রান এসেছিল চেন্নাইয়ে, ইংল্যান্ডের বিপক্ষে।

দ্বিতীয় ইনিংসেও বিফল KL Rahul

বেঙ্গালুরু টেস্টের দুই ইনিংসেই নিজের পারফরম্যান্স দিয়ে ছাপ ফেলতে পারেননি কেএল রাহুল। ভারতীয় দলের প্রথম ইনিংস থেমে গিয়েছিল ৪৬ রানে। রাহুল আউট হয়েছিলেন কোনো রান না করে। ৬ বল মোকাবেলা করেই আউট হন তিনি। দ্বিতীয় ইনিংসে যখন ঋষভ পন্থ এবং সরফরাজ খান ভারতকে লড়াই করার মতো জায়গায় রেখেছিলেন, তখন রাহুলের কাছ থেকে বড় রান আশা করা হয়েছিল, কিন্তু তা হয়নি। ১৬ বলে ১২ রান করে আউট হন তিনি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group