নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর তিনটি টেস্ট ম্যাচ হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা ভারতীয় দলের কাছে আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। কিছুদিন আগে WTC-র পয়েন্ট তালিকায় এক নম্বরে থাকা ভারত এখন দুইয়ে চলে গিয়েছে। প্রথমে উঠে এসেছে অস্ট্রেলিয়া। তিন নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। আর এবার শ্রীলঙ্কা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে মোক্ষম চাল দিল। সঙ্গে চিন্তা বাড়ল ভারত ও অস্ট্রেলিয়ার।
সম্প্রতি শ্রীলঙ্কা নিজেদের ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ২-০ তে হারিয়েছে। এবার শ্রীলঙ্কার লক্ষ্য সাউথ আফ্রিকা জয়। নভেম্বরের শেষে সাউথ আফ্রিকা সফরে যাবে শ্রীলঙ্কা দল। শেখা দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলা হবে দুই দলের মধ্যে। এই সিরিজে জয় হাসিল করে WTC-র ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে চাওয়া শ্রীলঙ্কা এবার এক মোক্ষম চাল দিল।
শ্রীলঙ্কার সাউথ আফ্রিকা সফর
আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কা দল সাউথ আফ্রিকার প্রাক্তন কিংবদন্তি প্লেয়ার নিল ম্যাকেঞ্জিকে নিজেদের কোচিং স্টাফে অন্তর্ভুক্ত করেছে। ম্যাকেঞ্জি সাউথ আফ্রিকা সফরে শ্রীলঙ্কা দলের মেন্টর হিসেবে কাজ করবেন। বলে দিই, নিল ম্যাকেঞ্জি সাউথ আফ্রিকার হয়ে ৫৮ টি টেস্ট ম্যাচ খেলেছেন। সেখানে তিনি ৩৭.৩৯ এর গড়ে ৩৫২৩ রান করেছেন।
Neil McKenzie is already bringing a fresh approach to the Proteas’ batting. #ProteaFire #WT20 #SA pic.twitter.com/dIAzmfL1KW
— Proteas Men (@ProteasMenCSA) March 21, 2016
Present Situation In WTC Points Table
তবে শুরু ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কাই নয়! WTC-র ফাইনালে খেলার দাবিদার হয়ে উঠেছে নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকাও। ভারতকে তিন টেস্টের তিনটিতেই হারানোর পর নিউজিল্যান্ড WTC পয়েন্ট টেবিলে নিজেদের যেমন সন্তোষজনক জায়গায় নিয়ে গিয়েছে, তেমনই ভারতকে ফেলেছে বিপদের মধ্যে। আর এই কারণে এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতা আরও রোমাঞ্চক হয়ে উঠেছে।