বিক্রম ব্যানার্জী, কলকাতা: একই দিনে দুই দেশে ভিন্ন ম্যাচ খেলে তাক লাগালেন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) তারকা। হ্যাঁ, দুবাইয়ে অনুষ্ঠিত চলতি ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্লে অফ ম্যাচেও রংপুর রাইডার্সের হয়ে আক্রমণ শানিয়েছেন নাইট শিবিরের অন্যতম ভরসাযোগ্য অলরাউন্ডার আন্দ্রে রাসেল। যার দৌলতে নিজের অজান্তেই এক অসামান্য রেকর্ড গড়ে ফেলেছেন তিনি!
24 ঘণ্টায় দুই দেশে ম্যাচ খেললেন রাসেল
দেশ-বিদেশের ফ্রাঞ্চাইজি লিগ গুলি বর্তমানে ক্রিকেটপ্রেমীদের পছন্দের তালিকায় জায়গা করেছে। বিভিন্ন দেশ নিজেদের টি-টোয়েন্টি লিগও আয়োজন করছে। সেই দৌঁড়ে পিছিয়ে নেই পড়শি বাংলাদেশও। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ওপার বাংলায় অনুষ্ঠিত হয়ে আসছে BPL। আর সেই আসরে বহু আগেই নিজেদের নাম দাখিল করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বেশ কয়েকজন তাবড় তারকা। তাঁদের মধ্যে অন্যতম একজন আন্দ্রে রাসেল।
লিগের শুরুর দিকে ডাক না পেলেও প্লে অফ ম্যাচ গুলির জন্য রংপুর রাইডার্স দলে ডাক পড়েছে তাঁর। আর সে কারণেই ওপার বাংলায় গিয়ে ম্যাচ খেলতে হচ্ছে তাঁকে। তবে আশ্চর্যের বিষয়, একই সাথে দুবাইয়ে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগেও খেলছেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা অলরাউন্ডার। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই মাত্র 24 ঘণ্টায় দুই লিগেই অংশগ্রহণ করতে হয়েছিল রাসেলকে।
সেক্ষেত্রে বলে রাখি, রাসেল প্রথমে সংযুক্ত আরব আমিরার ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেওয়ার পর দীর্ঘ 3500 কিলোমিটার ভ্রমণ করে বাংলাদেশে পৌঁছে BPL-এ অংশগ্রহণ করেছেন। যে ঘটনার কারণে অসংখ্য প্রশংসা কুড়িয়েছেন নাইট তারকা। তবে সময়ের সাথে পাল্লা দিয়ে দুই ম্যাচে অংশ নিলেও নিজের ব্যর্থতার পরিধি কমাতে পারেননি এই ওয়েস্ট ইন্ডিজ তারকা।
দুই রণক্ষেত্রেই ব্যর্থ রাসেল
রবিবার ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির আবুধাবি নাইট রাইডার্স বনাম দুবাই ক্যাপিটালসের ম্যাচে ব্যর্থ হয়েছেন নাইট তারকা আন্দ্রে। এদিন ADKR-এর হয়ে মাঠে নামার পর রানের খাতা খোলার আগেই দুবাই ক্যাপিটালসের কাছে উইকেট দিয়ে বসেন রাসেল। প্রথমে দুবাইয়ের মাটিতে ব্যর্থতাকে জড়িয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অসফলতার পরিধি কমাতে চেয়েছিলেন রাসেল।
তবে তা সম্ভব হয়নি। সংযুক্ত আরব আমিরার মাঠ থেকে ব্যর্থতাকে পুঁজি করে ওপার বাংলায় ঝোড়ো ইনিংস গড়ার স্বপ্ন দেখেছিলেন নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার। তবে সেই স্বপ্ন স্বপ্নই থেকে যায়। রংপুরের হয়ে রাসেলের ব্যাটে রান এসেছিল ঠিকই তবে তার সংখ্যাটা মাত্র 4। কাজেই পরপর দুই ম্যাচে ব্যর্থ হয়ে এক প্রকার হতাশার জালে নিজেকে জড়িয়ে ফেলেন KKR তারকা।
আরও পড়ুন: শীত হোক আর গরম, হবে না কোনও সমস্যা! বন্দে ভারতে বসছে বিশেষ পর্দা