বিক্রম ব্যানার্জী, কলকাতা: ISL 2024-25 শুরুর দিকে ছন্দ হারালেও মাঝপথে লিগের রাশ নিজেদের দিকে টেনেছে মোহনবাগান (Mohun Bagan)। গোটা মরসুমে একপ্রকার জয়ের ধারা অব্যাহত রেখে লিগ শিল্ড নিশ্চিত করেছে হোসে মোলিনার দল। এখন লক্ষ্য দুর্দান্ত পারফর্ম করে ইন্ডিয়ান সুপার লিগের শিরোপা জয়। আর সেজন্যই এপ্রিল থেকে শুরু হতে যাওয়া প্লে-অফে নামার আগে ক্রমশ শক্তি সঞ্চয় করছে বাগান। এহেন আবহে, খুশির খবর এলো বাগান শিবিরে! গত কয়েক সপ্তাহ আগে চোট পেয়ে ছিটকে যাওয়া তারকা ডিফেন্ডার সেমিতে নামার জন্য নিজেকে প্রস্তুত করছেন। সূত্র বলছে, জোরদার অনুশীলন চলছে জাতীয় ফুটবলারের।
অভিনব রেকর্ড গড়ার লক্ষ্যে মোহনবাগান
একটানা দ্বিতীয়বারের জন্য ইন্ডিয়ান সুপার লিগের আসরে লিগ শিল্ড জিতেছে মোহনবাগান। পরবর্তীতে বাকি ছিল কিছু নিয়ম রক্ষার ম্যাচ। তবে তাতেও কোনও রকম ফাঁকি দেয়নি মোলিনার ছেলেরা। বলা ভাল, প্লে অফের আগে পর্যন্ত সমস্ত ম্যাচে জেতার প্রাণপণ চেষ্টা করেছে বাগান।
সেই সাফল্যের পর, এখন লক্ষ্য সেমিতে জয় ছিনিয়ে প্লে অফ শেষ করে ISL-এ অভিনব রেকর্ড গড়ার। আর সেই লক্ষ্য নিয়েই প্রতিদিন নিজেদের নতুন করে ভেঙে আবার তৈরি করছেন বাগানের ছেলেরা।
সেমির আগেই বাগানে ফিরছেন আশিষ রাই?
চলতি মরসুমে চোট সমস্যা ভুগিয়েছে বাগানকেও। সপ্তাহ কয়েক আগেই চোটের কাছে মাথা নুইয়ে ছিটকে গিয়েছিলেন দলের তারকা ডিফেন্ডার আশিষ রাই। যার জেরে এবারের উইন্ডোতে জাতীয় দলে ডাক পেলেও সেখানে যোগ দেওয়া সম্ভব হয়নি ভারতীয় ডিফেন্ডারের। পরবর্তীতে তাঁর বিকল্প হিসেবে জাতীয় দলে যোগ দেন অভিষেক সিং।
অবশ্যই পড়ুন: রামবনমীর দিন ইডেনেই হবে KKR Vs LSG ম্যাচ? কোমর বাঁধলেন খোদ সৌরভ
তবে মানালো মার্কুয়েজের দলে ফেরা না হলেও ইন্ডিয়ান সুপার লিগ প্লে অফের আগে বাগানের শক্তি বাড়াতে নিজেকে প্রস্তুত করছেন আশিষ। তাঁর চোট সেরে গিয়েছে বলে জানা যাচ্ছে। সবুজ মেরুন জার্সি গায়ে প্লে অফের মঞ্চে নিজের সর্বস্ব উজাড় করে দেওয়ার জন্যই নাকি নিজস্ব অস্ত্রে শান দিচ্ছেন এই ভারতীয় ডিফেন্ডার।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |