ভারতের ভয়ে কাঁপতে শুরু করেছে অস্ট্রেলিয়া! নেওয়া হল বড় সিদ্ধান্ত

Published on:

steve smith ind vs aus

আগামী মাসে বর্ডার গাভাস্কার ট্রফিতে টিম ইন্ডিয়ার মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া (IND vs AUS BGT) ক্রিকেট টিম। ঘরের মাঠে সিরিজ শুরু করার আগে কিছুটা চাপে পড়েছে অস্ট্রেলিয়া (India vs Australia)। যে কারণে তারকা খেলোয়াড়ের ব্যাটিং পজিশনে পরিবর্তন করতে হচ্ছে ব্যাগি গ্রিন ব্রিগেডকে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

স্মিথকে (Steve Smith) নিয়ে সিদ্ধান্ত

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC 2025) এই চক্রের অন্যতম উত্তেজক সিরিজের আগে অস্ট্রেলিয়া তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথের ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে চলেছে বলে খবর। আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রাক্তন ওপেনার ডেভিড ওয়ার্নার অবসর নেওয়ার পর উসমান খাজার সঙ্গে ইনিংস শুরু করতে নামতেন স্টিভ স্মিথ। কিন্তু এবার ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ওপেনিংয়ে দেখা যাবে না এই তারকা ব্যাটসম্যানকে।

ওপেন করবেন না স্মিথ

ক্রিকেট অস্ট্রেলিয়া সিদ্ধান্ত নিয়েছে স্টিভেন স্মিথ ওপেনিংয়ের পরিবর্তে চার নম্বরে ব্যাট করবেন। ক্যামেরন গ্রিন বর্ডার-গাভাসকর ট্রফি থেকে ছিটকে যাওয়ায় স্মিথকে মিডল অর্ডারে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি এক বিবৃতিতে জানিয়েছেন, “প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড (কোচ) ও স্মিথের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে। ওপেনিং থেকে নিজেকে সরিয়ে পুরনো পজিশনে ব্যাট করার কথা বলেছেন স্মিথ।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ওপেনার হিসেবে নিষ্প্রভ স্মিথ

অস্ট্রেলিয়া দলের অন্যতম সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ তাঁর টেস্ট কেরিয়ারে মাত্র ৪টি টেস্ট ম্যাচ ওপেনার হিসেবে খেলেছিলেন। তবে এই ভূমিকাও স্মিথের পারফরম্যান্স খুব বলার মতো নয়, মাত্র ১৭১ রান করেন। অন্য দিকে ৬৭ টেস্টে প্রায় ৬০ গড়ে চার নম্বরে নেমে ৫৯৬৬ রান করেছেন এই ব্যাটসম্যান।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group