চোট জেনেও পন্থের পা লক্ষ্য করে একের পর এক বল! ফাঁস স্টোকসের ডার্টি ট্রিক

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ম্যানচেস্টার টেস্টের প্রথম দিনে ব্যাট করতে নেমে ইংলিশ বোলার ক্রিস ওকসের বলে রিভার্স সুইপ করতে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়েছিলেন ভারতীয় তারকা ঋষভ পন্থ। আঘাত এতটাই তীব্র ছিল যে চোট লাগতেই পা থেকে রক্তক্ষরণ হতে শুরু করে ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যানের। ফিজিওর চেষ্টায় কাজ না হওয়ায় তড়িঘড়ি পন্থকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এরপর চিকিৎসকদের পরামর্শে টানা 6 সপ্তাহ বিশ্রামের কথা ছিল ঋষভের। তবে মনের মধ্যে জমে থাকা অদম্য জেদ নিয়ে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে কার্যত ভাঙা পায়েই মাঠে নেমে পড়েন পন্থ। শুধু তাই নয়, চোটগ্রস্ত অবস্থায় ইংলিশ বোলারদের পিটিয়ে অর্ধশতরানও করেন তিনি। তবে সেই আসরে, ইংলিশ অধিনায়ক বেন স্টোকস পন্থকে উদ্দেশ্য করে একটি কৌশল ফাঁদেন। আর এরপর থেকেই ইংরেজ অধিনায়কের কীর্তি নিয়ে শুরু হয় জোর সমালোচনা।

পন্থের চোট জানা সত্ত্বেও কৌশল ফাঁদেন বেন

ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় দিনে 41 রান করে সাজঘরে ফিরে যাচ্ছেন শার্দুল ঠাকুর, ঠিক এমন ঘটনার পরই সকলকে চমকে দিয়ে ব্যাট হাতে খোঁড়াতে খোঁড়াতে মাঠে নামেন পন্থ। এদিন উঠে দাঁড়িয়ে ভারতীয় তারকাকে স্বাগত জানিয়েছিলেন দর্শকরা। তবে সবচেয়ে অবাক করা বিষয়, ঋষভ পন্থের চোট কতটা গুরুতর সবটাই জানতেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। এদিন রান নেওয়ার স্বার্থে চোট নিয়ে একেবারে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়াতে থাকেন ঋষভ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

 

ঠিক সেই সময়ে পন্থের পায়ের দিকে এক দৃষ্টিতে নজর রেখেছিলেন বেন। আর তার ঠিক পরই কার্যত পন্থের পা লক্ষ্য করে একটি ইয়র্কার ছোড়েন ইংলিশ অধিনায়ক বেন। তবে শুধু একবার নয়, বেশ কয়েকবার ক্রমাগত পন্থের চোট জেনেও তাঁর পা লক্ষ্য করে বল করেছিলেন তিনি! আর এই ঘটনার পরই ইংরেজ অধিনায়ককে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। অনেকেই বলছেন, এমন নোংরা কৌশল না করলেও পারতেন!

 

অবশ্যই পড়ুন: কম্বোডিয়ায় ভয়াবহ হামলা থাইল্যান্ড সেনার! মৃত ১২, হঠাৎ কেন সংঘর্ষে লিপ্ত হল দুই দেশ?

প্রসঙ্গত, ম্যানচেস্টার টেস্টার দ্বিতীয় দিনে একেবারে দক্ষ হতে যোগ্য অধিনায়কের ভূমিকা পালন করেছিলেন বেন স্টোকস। এদিন বল হাতে একাই ভারতের 5 ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছিলেন তিনি। সেই তালিকায় নাম রয়েছে, সাই সুদর্শন, অধিনায়ক শুভমন গিল, শার্দুল ঠাকুর, অংশুল কম্বোজ ও ওয়াশিংটন সুন্দরের। তবে অর্ধশতরান করার পর ঋষভ পন্থকে আউট করেছিলেন জোফরা আর্চার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group