Indiahood-nabobarsho

এশিয়া কাপ থেকে ছেঁটে ফেলা হবে পাকিস্তানকে? সুনীল গাভাস্কার বললেন ‘৩ দেশের হবে …’

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতের পাশাপাশি বিশ্বের একাধিক দেশের সন্দেহের তালিকায় রয়েছে সন্ত্রাসবাদের আশ্রয়দাতা পাকিস্তান। এমতাবস্থায়, প্রতিবাদের আঁচ গিয়ে পড়েছে ক্রিকেট মহলেও। প্রতিমুহূর্তে উঠছে পাকিস্তান বয়কটের দাবি। পরিস্থিতি যখন এমন ঠিক সেই সময়ে, চাঞ্চল্যকর বক্তব্য এল প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারের গলায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

চলতি বছরের সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ (Asia Cup 2025) থেকে পাকিস্তানকে বাদ দেওয়া হলে অবাক হওয়ার কিছু থাকবে না। সম্প্রতি এমন মন্তব্য করেই ফের শিরোনামে এসেছেন গাভাস্কার। এখানেই শেষ নয়, পাকিস্তানের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভেঙে ফেলার পক্ষেও মত দিয়েছেন ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার।

বড়সড় মন্তব্য গাভাস্কারের

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা সুনীল গাভাস্কার জানিয়েছেন, BCCI সব ক্ষেত্রেই ভারত সরকারের নির্দেশ অনুযায়ী চলে। তাই আমি মনে করি না এশিয়া কাপের ক্ষেত্রেও সেই নিয়মে কোনও বদল আসবে। আসলে বর্তমান পরিস্থিতি যা তাতে আমি কোনও ভাবেই পাকিস্তানকে এশিয়া কাপে অংশ নিতে দেখছি না। সবকিছুই নির্ভর করে দুই দেশের মধ্যে সম্পর্ক কেমন তার ওপর।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এদিন এশিয়া কাপে পাকিস্তানের অংশগ্রহণ প্রসঙ্গে কথা বলতে গিয়ে আচমকা গাভাস্কার বলে বসেন, আমার জানা নেই গোটা বিষয়টা ঠিক কীভাবে সম্ভব হবে! তবে এমনও হতে পারে হয়তো এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভেঙে দেওয়া হল। সেক্ষেত্রে মূলত 3 দেশের মধ্যে টুর্নামেন্ট হবে। কিংবা এমনটাও হতে পারে সংযুক্ত আরব আমিরাত বা হংকংকে যুক্ত করে 4 দেশের মধ্যে টুর্নামেন্ট আয়োজন করা হল! আসলে ঠিক কী হবে তা নির্ভর করবে আগামী কিছু মাসের পরিস্থিতির ওপর।

অবশ্যই পড়ুন: টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার আসল কারণ জানালেন কোহলি 

ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে, একেবারে শেষের দিকে গাভাস্কার বলেছিলেন, বর্তমানে যা পরিস্থিতি তাতে হঠাৎ করেই যদি এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভেঙে যায়, তবে অবাক হওয়ার কিছু থাকবে না। আসলে দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা থাকলে, কিছুতেই ক্রিকেটের লড়াই সম্ভব নয়। তাই সবটাই নির্ভর করছে আগামী সময়ের ওপর।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group