বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে জলবা দেখাচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) খেলোয়াড়রা। গত ম্যাচে প্রাক্তন KKR তারকা ফিল সল্টের বিধ্বংসী ইনিংস সত্ত্বেও ডেজার্ট ভাইপার্সের কাছে মাথা ঝোঁকাতে হয়েছিল আবুধাবি নাইট রাইডার্সকে। তবে বুধবারের ম্যাচে শারজাহ ওয়ারিয়র্সকে হারিয়ে রবিবারের পরাজয় যন্ত্রনা কাটিয়ে উঠেছে নাইটরা। বিশেষ সাফল্য না পেলেও যাঁর অধিনায়কত্বে প্রথম জয়ের দেখা পেয়েছে ADKR, তিনি হলেন KKR শিবিরের পুরনো সদস্য সুনীল নারিন। সাফল্য এসেছে সতীর্থ রাসেলের ব্যাট থেকেও।
নারিনের দেখানো পথে হেঁটে শারজাহকে হারাল ADKR
কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেনিং করতে নেমে বহুবার রানের সিঁড়িতে চেপে বসেছিলেন তিনি। তাঁর ব্যাটে ভর করেই একের পর এক চার, ছয়ের সহযোগে পাওয়ার প্লে তে বিরাট রানের সংখ্যা দাঁড় করিয়েছিল কলকাতা। গতকালের ম্যাচেও আবুধাবি নাইট রাইডার্সকে অধিনায়ক হিসেবে পথ দেখিয়েছিলেন তিনিই। হ্যাঁ, বুধবারের ম্যাচে ব্যাটে-বলে সেভাবে জ্বলে উঠতে না পারলেও বিচক্ষণতার সাথে দল পরিচালনা করে আবুধাবিকে জয় পাইয়ে দিয়েছেন নারিন।
রাসেলের ব্যাটিং দাপট চাপ বাড়িয়েছিল শারজাহর!
বুধবার প্রথমে ব্যাট করতে নেমেই সল্টের উইকেট হারায় নাইটরা। আগের ম্যাচে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করলেও গতকাল তাঁকে পাশে পায়নি ADKR। এদিকে ব্যাট করতে নেমে বুধবার কাইল মেয়ার্স 9 বলে 21 রান তুলেছিলেন। 32 রান এসেছিল জো ক্লার্কের ব্যাট থেকেও।
অন্যদিকে লরি ইভানস হাঁকিয়েছিলেন 39 রানের বড় ইনিংস। তবে ম্যাচ এগিয়েছিল KKR তারকা আন্দ্রে রাসেলের ঝড়ো ব্যাটিংয়েই। মাঠে পা রেখেই দাবানলের গতিতে রান তুলেছেন তিনি। এদিন মাত্র 12 বলে 3টি ছক্কা হাঁকিয়ে 24 রানে অপরাজিত ছিলেন রাসেল। যার জেরে 20 ওভারে দলের স্কোর ছুঁয়ে যায় 159 রানের গণ্ডি।
লক্ষ্য ছোঁয়ার বহু আগেই ছিটকে যায় শারজাহ!
নাইটদের 160 রানের লক্ষ তাড়া করতে নেমে বুধবার 129 রানে গুটিয়ে যায় শারজাহ ওয়ারিয়র্স। এদিন ওপেনিং করতে নেমে বোর্ডে একটি সংখ্যাও যোগ করতে পারেননি টম কোহলার-ক্যাডমোর। নাইট তারকা ডেভিল উইলির হাতে উইকেট তুলে দিতে হয়েছিল তাঁকে। এরপর মাত্র 12 রান নিয়ে মাঠ ছাড়েন অসন্তুষ্ট জনসন চার্লস। বুধবার রোহন মুস্তাফার ব্যাট থেকে 20 রান এবং কিমো পল 21 রানের ইনিংস খেলেছিলেন।
শেষ পর্যন্ত দলের বাকিদের হারিয়ে ম্যাচ জেতার আপ্রাণ চেষ্টা করেছিলেন ওয়ারিয়র্স অধিনায়ক টিম সাউদি। তবে কাজে আসেনি তাঁর 24 রানের ইনিংস। নাইট রাইডার্সদের বোলিং দাপটের কাছে গুঁড়িয়ে যায় শারজাহ ওয়ারিয়র্স। 129 রানে অল আউট হয়ে ফিরতি পথ দেখেন শারজাহর ছেলেরা।
অবশ্যই পড়ুন: আবাসের টাকা ফেরত নিচ্ছে সরকার
ক্ষমতা জাহির করেছিলেন নাইট বোলাররা
বুধবার আবুধাবি নাইট রাইডার্সের জয়টা চলতি ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগের প্রথম জয় ছিল। আর এই সাফল্যের বেশিরভাগটাই যাঁদের কাঁধে বর্তায় তাঁরা হলেন নাইট রাইডার্সের বোলার। হ্যাঁ, ADKR-এর জয়টা বোলারদের ব্যতি দেখে একেবারেই সম্ভব ছিল না। এদিন শারজাহর বিপক্ষে মাঠে নেমে মাত্র 19 রান দিয়ে 3 উইকেট নিয়েছিলেন নাইট পেসার ডেভিড উইলি।
আরও পড়ুনঃ চ্যাম্পিয়নস ট্রফির আগেই টিম ইন্ডিয়ার কোচ বদলাচ্ছে BCCI
দুর্দান্ত ছন্দে দেখা গিয়েছিল জ্যাসন হোল্ডারকেও। বুধবার তাঁর দুরন্ত বল শত্রু শিবিরের 4 উইকেট ভেঙেছে। উইকেট নিয়ে জোড়াস সাফল্য পেয়েছেন ADKR অলরাউন্ডার কাইল মেয়ার্সও। তবে দুঃখের বিষয়, গতকালের ম্যাচে 1টি উইকেটও ধরা দেয়নি KKR তারকা তথা ADKR অধিনায়ক সুনীল নারিনের জালে। কিন্তু তাঁর অধিনায়কত্ব অসংখ্য প্রশংসা কুড়িয়েছে।