বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিছুদিন আগেই সুপার কাপের গ্রুপ পর্বের ডার্বিতে মোহনবাগানকে আটকে দিয়েছিল ইস্টবেঙ্গল। প্রতিবেশীর সাথে গোল পার্থক্যের নিরিখে এগিয়ে থাকার কারণে সরাসরি সেমিফাইনালে জায়গা করেছিল লাল হলুদ। এবার সেই নকআউট পর্বের দিনক্ষণ চূড়ান্ত হল (Super Cup 2025-26 Semi Final)। তবে শেষ চারের লড়াইয়ে কোন 4টি দল অংশগ্রহণ করবে তা এখনও ঝাপসা। একই সাথে, ঠিক কবে কবে নকআউট পর্বের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে সে কথাও সূচি ঘোষণার সময় জানানো হয়নি। যদিও এক মাস বিশ্রামে থাকার পরই নকআউট পর্বে অংশগ্রহণের কথা রয়েছে যোগ্যতা অর্জনকারী দলগুলির।
কোন চার দল সেমিফাইনাল খেলবে?
আগেই মোহনবাগানকে ডার্বিতে রুখে দিয়ে গোল পার্থক্যের নিরিখে সেমিফাইনাল নিশ্চিত করেছিস ইস্টবেঙ্গল। লাল হলুদের সাথে সাথেই শেষ চারের লড়াইয়ে জায়গা করে নিয়েছিল এফসি গোয়াও। অন্যদিকে গ্রুপ সি থেকে সুনীল ছেত্রীর বেঙ্গালুরুকে সরিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাঞ্জাব এফসি। এই মুহূর্তে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে জায়গা করা বাকি কেরালা ব্লাস্টার্সের। হিসেব বলছে, সবদিক থেকেই শেষ চারের লড়াইয়ের খুব কাছে তারা। আজ যদি মুম্বইকে পেছনে ফেলতে পারে তবে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে কেরালার। এদিকে আবার রাজস্থান যদি 5 গোলের ব্যবধানে দিল্লিকে হারিয়ে দেয় তবে তারা উঠে যাবে সেমিফাইনালে। ফলে কেরালা এবং রাজস্থানের কাছে সেমিতে যাওয়ার বড় সুযোগ রয়েছে।
সেমিফাইনালে কাদের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল?
এই মুহূর্তে হিসাব যা বলছে তাতে সুপার কাপের সেমিফাইনালে শুরুর দিকে যোগ্যতা অর্জন করায় ইস্টবেঙ্গলকে খেলতে হবে পাঞ্জাব এফসির বিরুদ্ধে। প্রতিপক্ষ শক্তিশালী তাই একেবারে সবদিক বেঁধে রেখেই রক্ষণাত্মক ভঙ্গিতে মাঠ দখল করতে হবে অস্কার ব্রুজোর ছেলেদের। এখন দেখার, সেমিফাইনালে উঠে লাল হলুদ তারকারা জাদু দেখাতে পারেন কিনা।
অবশ্যই পড়ুন: ২০২৬ সালের মধ্যে কলকাতা মেট্রোর পরিধি বাড়বে আরও ১৯ কিমি!
কবে কবে গড়াবে সেমিফাইনাল?
সুপার কাপের নকআউট পর্বের ম্যাচগুলি ঠিক কবে কবে সে প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট তথ্য মেলেনি। তবে জানা গিয়েছে, দুটি সেমিফাইনাল হবে 4 ডিসেম্বর ফতোরদা স্টেডিয়ামে। এদিনই বিকেল 4 টেতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং পাঞ্জাব। একইভাবে সন্ধ্যা সাতটায় গড়াবে গোয়া এবং গ্রুপ ডি থেকে সেমিতে যোগ্যতা অর্জনকারী দলটির ম্যাচ। সুপার কাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে 7 ডিসেম্বর। এই হাই ভোল্টেজ ম্যাচও ফতোরদা স্টেডিয়ামেই হবে।












