বিক্রম ব্যানার্জী, কলকাতা: সুপার কাপের (Super Cup 2025-26) প্রথম ডার্বি গ্রুপ পর্বের শেষ ম্যাচ। শুক্রবার সন্ধ্যায় সেই আসরে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। তার আগে দুপুরে ইস্টবেঙ্গলের গুঁড়িয়ে দেওয়া চেন্নাইয়িন এফসি ব্রিগেডের বিরুদ্ধে নামবে দুই প্রধানকে আটকে দেওয়া ডেম্পো। সুপার কাপের প্রতিটি গ্রুপ থেকে শীর্ষস্থানীয় যেকোনও একটি দল সেমিফাইনালে পৌঁছবে। কাজেই শুক্রবারের দুই ম্যাচ যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই দুই ম্যাচের উপরই নির্ভর করছে গ্রুপ থেকে কোন দল সেমিফাইনালে উঠবে।
কোন দল কীভাবে উঠবে সেমিতে? বুঝুন সমীকরণ
এই মুহূর্তে সুপার কাপের গ্রুপে শীর্ষে রয়েছে 2 ম্যাচের একটিতে জয় এবং একটিতে ড্র করা ইস্টবেঙ্গল। তাদের বর্তমান পয়েন্ট 4। অন্যদিকে সম সংখ্যক জয় এবং ড্র নিয়ে 4 পয়েন্ট পেয়েছে দ্বিতীয় স্থানে থাকা মোহনবাগানও। এছাড়া বাকি দুই ম্যাচের দুটিতেই ড্র করে তৃতীয় স্থানে ডেম্পোর পয়েন্ট 2। অন্যদিকে গ্রুপের একেবারে তলানিতে রয়েছে দুই ম্যাচের দুটোতেই পরাস্ত চেন্নাইয়িন। যদিও গোল পার্থক্য সবচেয়ে এগিয়ে ইস্টবেঙ্গল।
এবার আসা যাক সেমিফাইনালের সমীকরণে। হিসেব বলে, শুক্রবার যদি ডেম্পো চেন্নাইয়িনকে হারিয়ে জয়লাভ করে, তাহলেও ডার্বিতে জেতা দল সেমিফাইনালে উঠে যাবে। তবে এই ম্যাচের ফলাফলের উপর কিছুটা হলেও নির্ভর করছে কলকাতার দুই প্রধানের ভবিষ্যৎ। কিন্তু যদি ডেম্পো জিতে 5 পয়েন্ট পেয়ে যায় অন্যদিকে কলকাতা ডার্বি ড্র হয়ে যায়, সে ক্ষেত্রে তিন দলের 5 পয়েন্ট হয়ে যাবে। তখন কিন্তু গোল পার্থক্যের হিসেবে এগিয়ে থাকা দলটি সেমিফাইনালে উঠে যাবে।
বলে রাখি, শুক্রবার দুপুরে গোয়ার দলটি যদি চার গোলের ব্যবধানে জিতে যায়, অন্যদিকে ডার্বি যদি গোলশূন্য ড্র হয়, তবে ইস্টবেঙ্গলের সঙ্গে গোল পার্থক্য, পয়েন্ট এবং গোল দেওয়ার নিরিখে সম অবস্থায় থাকবে ডেম্পো। সেক্ষেত্রে দুই দলের মধ্যে টস হতে পারে। তবে যদি গোয়ার এই দল 5 গোলের ব্যবধানে যেতে তবে তারা গোল পার্থক্যের সকলকে টপকে সেমিফাইনালে জায়গা করে নেবে।
অবশ্যই পড়ুন: ১ নভেম্বর থেকে পেমেন্টে বসছে চার্জ! SBI গ্রাহকদের জন্য খারাপ খবর
ইস্টবেঙ্গলকে যদি শক্তি দেখিয়ে সেমিফাইনালে জায়গা করতে হয়, তবে আগের ম্যাচে ডেম্পো যতগুলো গোল খাবে তার থেকে বেশি গোল দিয়ে ডার্বি ড্র করতে হবে। এখানেও রয়েছে কঠিন অঙ্ক। ডেম্পো যত গোল খাচ্ছে এবং ড্র হওয়া ডার্বিতে ইস্টবেঙ্গলও যদি ততগুলো গোলই করে সেক্ষেত্রে দুই দলের মধ্যে টস হবে। তবে এক্ষেত্রে কোনও সুযোগ থাকবে না মোহনবাগানের।
এদিকে, ডেম্পো যদি পয়েন্ট নষ্ট করে সেক্ষেত্রে তারা শেষ চারে যাওয়ার আগেই আটকে যাবে। এদিকে ড্র করলে তাদের পয়েন্ট হবে তিন। আর হারলে থাকবে দুই পয়েন্টে। ফলে বেশিরভাগ দিক থেকেই ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের তুলনায় পিছিয়ে থাকবে গোয়ার এই দল। এদিকে দুই ময়দান প্রধানের হাতেই রয়েছে 4 পয়েন্ট। সেক্ষেত্রে ডার্বিই নির্ধারণ করবে সেমিতে যাওয়া দলের নাম। এখন দেখার সময়ের সাথে সাথে কোন দিকে গড়ায় শেষ চারে পৌঁছানোর লড়াই।












