আজ ইস্টবেঙ্গল, মোহনবাগানের ম্যাচ! কোথায় দেখা যাবে বিনামূল্যে?

Published:

Super Cup 2025 East Bengal and Mohun Bagan two different matches free live streaming
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সুপার কাপের (Super Cup 2025) শুরুতেই বিদেশিহীন ডেম্পোর কাছে আটকে গিয়েছিল ইস্টবেঙ্গল। অন্যদিকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসিকে হারিয়ে শুরুটা একেবারে রাঙিয়ে দিয়েছে মোহনবাগান। তবে ভাগ্যচক্র সবুজ মেরুন যাদের হারিয়ে যাত্রা শুরু করলো আজ তাদের বিরুদ্ধেই মাঠে নামছে লাল হলুদ। একইভাবে ইস্টবেঙ্গলকে রুখে দেওয়া ডেম্পোর বিপক্ষে আজ মাঠ দখল করবে মোহনবাগানও। কিন্তু কোথায় দেখবেন এই দুই প্রধানের ম্যাচ?

ডু অর ডাই ম্যাচে নামছে ইস্টবেঙ্গল

প্রথম ম্যাচে মোহনবাগানের কাছে হেরে একেবারে মরণবাঁচন লড়াইয়ে নামতে চলেছে ভিন রাজ্যের দল চেনন্নাইয়িন এফসি। একই অবস্থা হয়েছে লাল হলুদেরও। তারাও ডেম্পোর কাছে প্রথম ম্যাচে আটকে যাওয়ার পর যেকোনও প্রকারে ডু অর ডাই ম্যাচটি জিততে চাইবে। মূলত সেই লক্ষ্য নিয়েই এগোচ্ছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। আসলে প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ায় লাল হলুদের ড্রেসিংরুমে যে মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হচ্ছে তা কাটিয়ে আলোর দিশা খুঁজতে প্রয়োজন চেন্নাইয়িনের বিপক্ষে মাত্র একটা জয়। আর সেটা করতে না পারলে মাথায় হাত পড়বে লাল হলুদের!

মোহনবাগানের লক্ষ্য এগিয়ে থেকে ডার্বি জেতা

সম্প্রতি IFA শিল্ডের কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারিয়েছে তারা। শুধু তাই নয়, সুপার কাপের শুরুটাও ইন্ডিয়ান সুপার লিগের দল চেন্নাইয়িন এফসিকে বড় ব্যবধানে (2-0) হারিয়ে একেবারে রাঙিয়ে দিয়েছে মোহনবাগন। কাজেই সবুজ মেরুন কোচের এখন লক্ষ্য মঙ্গলবারের ম্যাচে ইস্টবেঙ্গলবধকারী ডেম্পোকে হারিয়ে মান রক্ষার পাশাপাশি আগামী 31 অক্টোবরের কলকাতা ডার্বি জয়। এক কথায়, আজ যদি মোহনবাগান জিতে যায়, তবে তারা অনেকটা এগিয়ে থেকেই ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে।

অবশ্যই পড়ুন: বর্ধমান হাসপাতাল চত্বরে রোগীর মেয়ের শ্লীলতাহানি! গ্রেফতার ওয়ার্ডবয়

কোথায় বিনামূল্যে দেখবেন ইস্টবেঙ্গল বনাম চেন্নাইয়িন এফসি এবং মোহনবাগান বনাম ডেম্পোর ম্যাচ?

প্রথমেই বলি, আজ অর্থাৎ মঙ্গলবার দুপুর সাড়ে চারটে থেকে গোয়ার বাম্বোলিমের জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে গড়াবে, ইস্টবেঙ্গল বনাম চেন্নাইয়িন এফসির সুপার কাপ ম্যাচ। এই ম্যাচটি সম্পূর্ণ বিনামূল্যে দেখতে হলে চোখ রাখতে হবে Indian Football ইউটিউব চ্যানেলে। এছাড়াও শোনা যাচ্ছে, JioHotstar এবং স্টার স্পোর্টসে সরাসরি সম্প্রচারিত হবে এই ম্যাচ। ইস্টবেঙ্গলের পাশাপাশি আজ রাত সাড়ে সাতটা থেকে শুরু হচ্ছে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলকে আটকে দেওয়া ডেম্পোর ম্যাচ। যা গড়াবে গোয়ার ফতোরদা স্টেডিয়ামে। খুব সম্ভবত এই ম্যাচটিও Indian Football ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন দর্শকরা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join