বিক্রম ব্যানার্জী, কলকাতা: রোহিত শর্মাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার পর এখন টেস্ট এবং একদিন দুই সংস্করণেই অধিনায়কত্ব করছেন তরুণ ক্রিকেটার শুভমন গিল। যদিও টি-টোয়েন্টি দলের চালকের আসনটা আজও সূর্যকুমার যাদবের দখলে। এবার সেই সূর্যকে নিয়েই উঠে আসছে এক বিতর্কিত তথ্য! জানা যাচ্ছে, বিগত এশিয়া কাপের (Asia Cup 2025) ভারতীয় দলে নাকি শুভমনকে রাখতে চাননি স্কাই! সূত্রের খবর, তাঁকে দলে রাখতে চাওয়া হলে সূর্য নাকি এর বিরোধিতাও করেছিলেন!
এশিয়া কাপের দলে গিলকে রাখতে চাননি সূর্যকুমার?
News 24 এর প্রতিবেদন অনুযায়ী, এশিয়া কাপের আগে টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচক অজিত আগরকর এবং প্রধান কোচ গৌতম গম্ভীর নাকি চেয়েছিলেন গিলকে তিন সংস্করণেই অধিনায়ক করা হোক। তাছাড়াও এশিয়া কাপে ভারতীয় টি-টোয়েন্টি দলে থাকছেন তিনি। এমন খবর জানার পর নাকি যথেষ্ট অবাক হয়েছিলেন সূর্য। জানা যায়, গিলকে টি-টোয়েন্টি দলে নাকি দেখতে চাননি যাদব।
সূত্রের খবর, ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হবেন গিল, এমনটা কিছুতেই মেনে নিতে পারেননি সূর্যকুমার। স্কাই নাকি মনে করেন, গিলের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়া উচিত নয় কারণ, তিনি এই সংস্করণের বর্তমান স্টাইলের জন্য একেবারেই উপযুক্ত নন। যদিও এ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি ভারতীয় টি-টোয়েন্টি দলের সেনাপতি সূর্যকুমার।
অবশ্যই পড়ুন: ‘এত খারাপ লোক দেখিনি, ইস্টবেঙ্গলটাকে ধ্বংস করছে!’ অস্কারকে নিয়ে বিস্ফোরক সন্দীপ
এশিয়া কাপে গিলের পারফরমেন্স ভাল ছিল না!
টি-টোয়েন্টি দলের সাথে শুভমন যে খুব একটা মানানসই নন, তা বোঝা গিয়েছিল গত এশিয়া কাপেই। বলা বাহুল্য, সম্প্রতি শেষ হওয়া এশিয়ার ঐতিহ্যবাহী টুর্নামেন্টে ভারতের হয়ে মোট 7 ম্যাচে অংশ নিয়েছিলেন শুভমন। সেখানে সর্বসাকুল্যে মাত্র 127 রান করেন গিল। যেখানে টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যান ওরফে গিলের বন্ধু অভিষেক শর্মা করেছিলেন 314 রান। সঙ্গে রয়েছে তিনটি দুরন্ত হাফ সেঞ্চুরি।