বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল জেতার পাশাপাশি দর্শকদের হৃদয়ও জিতে নিয়েছেন সূর্যকুমার যাদবেরা। তবে পুরনো সিদ্ধান্তে অনড় থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান ওরফে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফি নেয়নি ভারতীয় দল। অভিযোগ, ভারতের মেডেল এবং ট্রফি নিয়ে সোজা হোটেলে চলে গিয়েছেন নকভি। সেই সাথে সাংবাদিকদের মুখোমুখি হয়েই স্কাই জানিয়ে দিলেন গোটা এশিয়া কাপের ম্যাচ ফি ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে (Suryakumar Yadav On Indian Army)।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বড় কথা দিলেন সূর্য
রবিবার টানটান উত্তেজনার মধ্যে থেকেই পাকিস্তানকে হারিয়ে এসেছে ভারতীয় দল। সেই সুখবর নিশ্চিত করার পরই সাংবাদিক বৈঠকে এসে সূর্যকুমার জানালেন, ‘চ্যাম্পিয়নস দল ট্রফি পাচ্ছে না, আমার ক্রিকেট জীবনে আমি এমন ঘটনা আগে দেখিনি। কিন্তু আমি মনে করি, আমাদের দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরাই আমাদের কাছে আসল ট্রফি। প্রত্যেকে বলছেন ভারত এশিয়া কাপের চ্যাম্পিয়ন। এটাই তো আসল পাওনা।’
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই তাদের ধন্যবাদ জানান। সেই সাথে, চ্যাম্পিয়ন হওয়ার পর গোটা এশিয়া কাপের ম্যাচ ফি-র পুরোটাই ভারতীয় সেনাবাহিনীকে দান করার কথা জানান তিনি। ভারতীয় দলের এমন মহান উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রিকেট প্রেমী মানুষজন।
I have decided to donate my match fees from this tournament to support our Armed Forces and the families of the victims who suffered from the Pahalgam terror attack. You always remain in my thoughts 🙏🏽
Jai Hind 🇮🇳
— Surya Kumar Yadav (@surya_14kumar) September 28, 2025
নকভির বিরুদ্ধে বড় অভিযোগ!
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে অভিযোগ করা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান ওরফে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান নকভি ভারতীয় ক্রিকেটের মেডেল নিয়ে পালিয়ে গিয়েছেন। টিম ইন্ডিয়া, তার হাত থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকার করার পরেই এই ঘটনা ঘটিয়েছেন তিনি। সংবাদ সংস্থা ANI এর সাথে কথা বলতে গিয়ে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া স্পষ্ট জানিয়েছেন, ‘ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি থাকার কারণে আমরা পাক মন্ত্রীর হাত থেকে পুরস্কার না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আসলে নীতিগতভাবেই আমরা এই সিদ্ধান্তে উপনীত হই। তার মানে এটা নয় যে ভদ্রলোক ট্রফি এবং মেডেল নিয়ে পালিয়ে যাবেন। এই ঘটনা সত্যিই দুর্ভাগ্যজনক।’
অবশ্যই পড়ুন: ‘খেলার মাঠে অপারেশন সিঁদুর’ পাকিস্তান বধের পরই লিখলেন প্রধানমন্ত্রী
উল্লেখ্য, সদ্য শেষ হওয়া এশিয়া কাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে তিন আসরেই নাক কাটিয়েছে পাকিস্তান। তাতে অবশ্য বেজায় ক্ষুব্ধ পাক সমর্থকরা। তাই যন্ত্রণায় মলম লাগাতে ফাইনালে হারের পর এক অদেখা ঘটনা ঘটালেন পাক অধিনায়ক সলমান আলি আঘা। রবিবার মধ্যরাতে, রানার আপের 1 কোটি 70 লক্ষ টাকার চেক গ্রহণ করলেও পরে তা মাঠে ছুঁড়ে ফেলে দেন পাক অধিনায়ক। তবে বীরত্ব দেখিয়েও নেট দুনিয়ায় হাসির খোরাক হয়েছেন তিনি।