কেন ম্যাচ শেষে পাক প্লেয়ারদের সাথে করমর্দন করল না টিম ইন্ডিয়া? কারণ জানালেন সূর্যকুমার

Published on:

Suryakumar Yadav On No Handshake He Opens Up About controversy

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 22 গজের চেনা শত্রু পাকিস্তানকে হারিয়ে রবিবারের রাতটা রাঙিয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া। তবে যেহেতু কাঁধে অসংখ্য দায়িত্ব, প্রবল চাপ এবং বিরোধীতা নিয়েই দুবাইয়ের মঞ্চে উপস্থিত হয়েছিল সূর্যকুমার যাদবের দল, তাই ম্যাচ শেষে নিজেদের জয়টা সেলিব্রেশন না করেই মাঠ ছাড়েন শিবম দুবেরা। সেই সাথে গতকাল ম্যাচ শেষে সূর্যদের আরও একটি আচরণ বিতর্কের জন্ম দিয়েছে। তা হল, অন্যান্য সময়ের মতো ম্যাচ শেষের পর পাক প্লেয়ারদের সাথে হাত মেলাননি ভারতীয় দলের কেউই। কিন্তু কেন পাকিস্তানিদের সাথে হাত মেলাল না সূর্যবাহিনী? উত্তর দিলেন খোদ অধিনায়ক (Suryakumar Yadav On No Handshake)।

করমর্দন না করা নিয়ে মুখ খুললেন সূর্যকুমার

পগেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের যন্ত্রণা আজও ভুলতে পারেনি দেশবাসী। তাই এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ যাতে না হয়, সেজন্য আওয়াজ তুলেছিলেন তারা। রবিবারের হাই ভোল্টেজ ম্যাচ আটকাতে জল গড়িয়েছিল সুপ্রিম কোর্টেও। খেলা বন্ধ করতে সমাজ মাধ্যমের পাতায় তীব্র বিরোধিতা জানিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামে ভারত। তবে ফেরে জয় নিয়েই।

যদিও, পাকিস্তানের বিরুদ্ধে জিতে অল্প সময়ের জন্যও সেই সাফল্যকে উদযাপন করেনি ভারতীয় দল। বরং পাক প্লেয়ারদের সাথে হাত না মিলিয়েই মাঠ ছাড়েন সূর্যকুমার যাদবরা। আর এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে কেন পাকিস্তানিদের সাথে হাত মেলাল না টিম ইন্ডিয়া? এ প্রসঙ্গে ম্যাচ শেষের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধিনায়ক স্কাই জানান, আমরা BCCI এবং সরকারের সাথে সম্পূর্ণ একমত। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে, আজকের ম্যাচে আমরা শুধু খেলতেই আসবো। সেই মতোই প্রতিপক্ষকে উপযুক্ত জবাব দিয়েছি।

সূর্যর সংযোজন, জীবনে কিছু জিনিস ক্রীড়া অনুরাগের বাইরে গিয়ে করতে হয়। আমি ইতিমধ্যেই উত্তর দিয়েছি। ম্যাচের পর আমি স্পষ্ট জানিয়েছিলাম, আমরা পহেলগাঁও জঙ্গি হামলায় নিহত এবং তাদের পরিবারের সঙ্গে আছি। এই জয় আমাদের বীর সেনা, যাঁরা অপারেশন সিঁদুরে অংশ নিয়েছিলেন, তাদের জয়। এটা আমরা তাদেরকে উৎসর্গ করছি। ভারতীয় অধিনায়কের কথায় একটা জিনিস পুরোপুরি স্পষ্ট, গতকাল পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচটা ছিল শুধুই বদলার। যা 22 গজে সম্পূর্ণ হওয়ার পরই চেনা ছক ভেঙে প্রতিপক্ষ দলের প্লেয়ারদের সাথে করমর্দন না করেই মাঠ ছাড়ে টিম ইন্ডিয়া।

 

অবশ্যই পড়ুন: পাকিস্তানের জাতীয় সঙ্গীতের বদলে বেজে ওঠে ‘জালেবি বেবি’ গান! ভাইরাল ভিডিও

উল্লেখ্য, রবিবার হাইভোল্টেজ ম্যাচ শুরুর আগেই টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর কড়া বার্তা দিয়ে জানিয়েছিলেন, ভারতের ছেলেদের ফোকাস যেন শুধু খেলাতেই থাকে। তাঁরা কোনও ভাবেই যেন ম্যাচ চলাকালীন আবেগী হয়ে না পড়েন। মনে রাখতে হবে, এটা শুধুমাত্র একটা ম্যাচ। কাজেই অন্যান্য দিকে নজর না দিয়ে, নিজেদের পারফরমেন্সে ফোকাস করে জয় তোলাটাই আমাদের আসল লক্ষ্য। রবির রাতে প্রধান কোচ গম্ভীরের সেই নির্দেশ একেবারে অক্ষরে অক্ষরে পালন করলেন সুর্যরা।

সঙ্গে থাকুন ➥