KKR-র ৩ জন, সাউথ আফ্রিকার বিরুদ্ধে T20 ম্যাচে সূর্যকুমারের প্রথম একাদশ প্রায় চূড়ান্ত

Published on:

suryakumar yadav

কলকাতাঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর এবার ভারতীয় দল সাউথ আফ্রিকায় গিয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে ৪ ম্যাচের T20 সিরিজ খেলবে। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা ভারতীয় দল আর এই দলের মধ্যে রাতদিন তফাৎ রয়েছে। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা এরা তিনজনই T20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তাই এদের আর এই সিরিজে দেখা যাবে না। বর্তমানে এই সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আগামীকাল ৮ নভেম্বরে ডারবানে সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম T20 ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। এবার সাউথ আফ্রিকার সফরে অনেক নতুন মুখও যুক্ত হয়েছেন। আরেকটি বিষয় হল, এই সিরিজে দলের কোচিং দায়িত্ব গৌতম গম্ভীর নয়, ভিভিএস লক্ষ্মণের কাঁধে রয়েছে। শেষবার এই দুই দল T20 বিশ্বকাপের ফানাইলে মুখোমুখি হয়েছিল। সেখানে প্রোটিয়াদের হারিয়ে বিশ্বকাপ জয় করেছিল ভারত।

বিশ্বকাপে হারের বদলা নিতে চায় সাউথ আফ্রিকা

বিশ্বকাপের হারের বদলা নিতে এবার ভারতের উপর ঝাঁপিয়ে পড়বে আয়োজক সাউথ আফ্রিকা। অন্যদিকে, ভারতও চাইবে T20 ফরম্যাটে তাঁদের জয়ের ধ্বজ উড়িয়ে রাখতে। এর আগেও সূর্যকুমার যাদবের নেতৃত্বে T20 সিরিজ খেলেছে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কা আর বাংলাদেশকে টি২০ সিরিজে ৩-০ তে হারিয়েছে সূর্যকুমারের ভারত। এবার স্কাইয়ের লক্ষ্য সাউথ আফ্রিকার বুকে সিরিজ জয়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম T20 ম্যাচে সম্ভাব্য ভারতীয় একাদশ

সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, রমণদীপ সিং, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং ও আবেশ খান।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group