বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি টি-টোয়েন্টি সিরিজের (India Vs England T20 Series) বিগত 2 ম্যাচেই ইংল্যান্ডকে দুরমুশ করেছে ভারত। ইডেন যুদ্ধ থেকে চেপক, কোনও ময়দানেই এখনও পর্যন্ত কাজে আসেনি, ইংলিশ বাহিনীর কেরামতি। এহেন আবহে সূর্যকুমার যাদবদের হাতে বধ হয়ে 2-0 ব্যবধানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। অন্যদিকে ভারতীয় খেলোয়াড়দের পারফরমেন্স যথেষ্ট স্বস্তির জায়গা তৈরি করেছে।
ইংল্যান্ডকে পরপর দুই ম্যাচে হারিয়ে এখন তৃতীয় ম্যাচ জয়ের দিকে এগোচ্ছে টিম ইন্ডিয়া। আগামীকাল রাজকোটের ময়দানে ইংল্যান্ডকে পরাস্ত করতে পারলে সিরিজ পকেটে পুরবে ভারত। এমন পরিস্থিতিতে আগামীকালের ম্যাচ ইংল্যান্ডের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। সূত্র বলছে, এবার মঙ্গলবারের সেই ম্যাচ নিয়ে জটিল অঙ্ক কষছেন কোচ গম্ভীর। মনে করা হচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে হার্দিক পান্ডিয়ার পরিবর্তে জায়গা হতে পারে তরুণ খেলোয়াড় শিবম দুবের। হ্যাঁ, আগামীকালের ম্যাচকে পাখির চোখ করেই দলে বড়সড় বদল আনতে পারে বোর্ড।
বিশ্রামে পাঠানো হবে হার্দিককে!
ক্রমশ এগিয়ে আসছে, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ ও বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট। এমন পরিস্থিতিতে এই দুই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে দলকে সঙ্গ দেওয়ার কথা রয়েছে হার্দিক পান্ডিয়ার। তবে বর্তমানে তিনি সূর্যকুমারের নেতৃত্বে ইংল্যান্ড বাহিনীকে শায়েস্তা করতে মরিয়া। এমতাবস্থায়, খেলোয়াড়ের ফিটনেস ও চোট আশঙ্কাকে মাথায় রেখে ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী টি-টোয়েন্টি ম্যাচগুলি থেকে তাঁকে সরিয়ে রাখা হতে পারে। সূত্র মারফত খবর, পান্ডিয়াকে বিশ্রামে রেখে তাঁর পরিবর্তে প্রথম একাদশে শিবম দুবেকে টানতে পারে দল।
টি-টোয়েন্টি ফরম্যাটে শিবম দুবের কেরামতি
ভারতের তরুণ অলরাউন্ডার শিবম দুবের বিগত ম্যাচ পরিসংখ্যান বলছে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি ম্যাচগুলিতে তাঁর জায়গা হলে আখেরে লাভ হবে ভারতের। কেননা, ব্যাট এবং বল দুই অস্ত্রে শত্রু শিবিরে আঘাত হানতে সিদ্ধহস্ত শিবম। ভারতীয় তারকার আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারে চোখ রাখলে দেখা যাবে, দুবে এখনও পর্যন্ত 33টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই ম্যাচগুলিতে শিবম দুবের রানের সংখ্যাটা 448। বলা বাহুল্য, 29.87 গড়ে এই রান হাঁকিয়েছেন তিনি। এই সময়ে শিবম দুবের স্ট্রাইক রেট ছিল 134.94। ব্যাট করার পাশাপাশি বল হাতেও দলের হয়ে অসামান্য অবদান রেখেছেন দুবে। 33টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে এখনও পর্যন্ত 11টি উইকেট ভেঙেছেন তিনি।
দলে ফিরছেন মহম্মদ শামি?
মঙ্গলবার রাজকোটের ময়দানে ভারতকে হারাতে কোমর বেঁধে নামবে ইংল্যান্ড বাহিনী। যার আভাস বিগত দুই ম্যাচে জয়ের পর বুঝে গিয়েছে সূর্যকুমারের দল। ফলত আগামীকালের ম্যাচটি বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলত এই ম্যাচে ব্যাটিং লাইনআপ সাজানোর পাশাপাশি অলরাউন্ডার শিবম দুবেকে দলে টানার পর বোলিং বিভাগেও গুরুত্বপূর্ণ বদল আনতে পারে ম্যানেজমেন্ট। বোর্ডের একটি সূত্র অনুযায়ী, আগামীকাল রাজকোটে স্পিনার বাড়ানোর বদলে রবি বিষ্ণোইকে ছাঁটাই করে অভিজ্ঞ পেসার মহম্মদ শামিকে দলে ভেড়াতে পারে BCCI।
অবশ্যই পড়ুন: চোটের কারণে মাঠের বাইরে ৩ KKR তারকা! IPL-এর আগে মাথায় হাত নাইট কর্তাদের
এক নজরে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টির জন্য ভারতের সম্ভাব্য একাদশ
সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, শিবম দুবে, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।