কলকাতাঃ টিম ইন্ডিয়া (Team India) বর্তমানে সাউথ আফ্রিকার সফরে রয়েছে। সূর্যকুমার যাদবের নেতৃত্ব আফ্রিকার দেশে ৫টি T20 ম্যাচ খেলবে ভারত। গতকাল এই সিরিজের প্রথম ম্যাচেই আয়োজন দক্ষিণ আফ্রিকাকে ৬১ রানে কুপোকাত করেছে ভারতীয় দল। প্রথমে ব্যাট করতে নেমে ২০৮ রান করে সূর্যকুমাররা। জবাবে মাত্র ১৪৭ রানেই শেষ হয়ে যায় প্রোটিয়ারা। ভারতের যুব প্লেয়ারদের পারফর্ম এই ম্যাচে দেখার মতো ছিল। কিন্তু একজন প্লেয়ারকে নিয়ে সংশয় দেখা গিয়েছে।
পরপর ব্যর্থ টিম ইন্ডিয়ার এই তরুণ প্লেয়ার
আজ কথা হচ্ছে টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার অভিষেক শর্মাকে নিয়ে। গতকাল সাউথ আফ্রিকার বিরুদ্ধে সঞ্জু স্যামসনের সঙ্গে ওপেনে নামেন অভিষেক। প্রথম বল থেকেই চালিয়ে খেলার চেষ্টা করতে গিয়ে ৮ বলে মাত্র ৭ রান করেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর থেকে অভিষেক শর্মাকে নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে।
অভিষেক শর্মার আন্তর্জাতিক অভিষেক
বাম হাতি ব্যাটার অভিষেক শর্মার আন্তর্জাতিক অভিষেক দারুণ ছিল। সে নিজের দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি করেছিল। যার পর থেকে তাঁকে নিয়ে অনেক পরিকল্পনাও শুরু হয়। কিন্তু সেই সেঞ্চুরির পর আর সেভাবে জ্বলে ওঠেনি অভিষেকের ব্যাট। এমনকি দুর্বল বাংলাদেশের বিরুদ্ধে T20 সিরিজেও সুযোগ পেয়ে ব্যর্থ হন তিনি। এখন প্রশ্ন উঠছে যে, সাউথ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে জায়গা হবে অভিষেকের?
Abhishek Sharma so far in T20Is 🏏 pic.twitter.com/fuK6fwbP7P
— CricketGully (@thecricketgully) November 8, 2024
২০২৪-র T20 বিশ্বকাপের পর অভিষেক শর্মার অভিষেক হয়। জিম্বাবুয়ের বিরুদ্ধে T20 সিরিজে নাম ওঠে অভিষেকের। প্রথম ম্যাচে ফ্লপ হলেও, দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকান তিনি। এখনও পর্যন্ত দেশের হয়ে ৯টি ম্যাচ খেলেছেন অভিষেক। যার মধ্যে একটি শতরান রয়েছে তাঁর নামে। বাকি ৮টি ম্যাচে মাত্র ৬৬ রানই করতে সক্ষম হয়েছেন তিনি। তাঁর এই ৯ ম্যচে গড় ২০.৭৫ ও স্ট্রাইক রেট ১৬৪.৩৫।