চতুর্থ টেস্টের আগে চিন্তায় টিম ইন্ডিয়া! চোট পেলেন কেএল রাহুল

Published on:

kl rahul

কৌশিক দত্ত, কলকাতাঃ ভারত, অস্ট্রেলিয়ার মধ্যে চলমান বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে খেলা হবে। কিন্তু এই ম্যাচের আগেই টিম ইন্ডিয়ার কপালে চিন্তার ভাঁজ। কারণ অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়ার সবথেকে সফল ব্যাটার কেএল রাহুল অনুশীলনের সময়ে চোটে আক্রান্ত হয়েছেন। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে ফিজিওকে রাহুলের চিকিৎসা করতে দেখা যাচ্ছে।

চোট পেলেন কেএল রাহুল

WhatsApp Community Join Now

ভিডিওতে দেখা যাচ্ছে যে, কেএল রাহুলের ডান হাতে কিছু সমস্যা এসেছে, যার জন্য তাঁকে চিকিৎসা নিতে হচ্ছে। তবে রাহুলের চোট কতটা গুরুতর, আগামী টেস্টে তাঁকে দলে দেখা যাবে কি না, সে নিয়ে এখনও চূড়ান্ত কোনও খবর মেলেনি। তবে আশা করা হচ্ছে যে, রাহুলের চোট বেশি গুরুতর নয়, মেলবোর্ন টেস্টে তাঁকে খেলতে দেখা যাবে। বলে দিই, এবারের বর্ডার গাভাস্কার ট্রফিতে রাহুলই টিম ইন্ডিয়ার একমাত্র প্লেয়ার, যিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচে দুটি অর্ধশতরান করেছেন।

অস্ট্রেলিয়ায় সবথেকে সফল ব্যাটার কেএল রাহুল

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন টেস্টে এখনও পর্যন্ত ৪৭ এর গড়ে ২৩৫ রান করেছেন কেএল রাহুল। তবে তিন টেস্টের একটিতেও তিনি সেঞ্চুরি করতে পারেননি। সেঞ্চুরি না করতে পারলেও কেএল রাহুলই এই সিরিজে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রান করার কৃতিত্ব হাসিল করেছেন।

ওদিকে প্রথম ম্যাচে না খেলা অধিনায়ক রোহিত শর্মা দ্বিতীয় টেস্টে ফিরে এলেও কেএল রাহুলের থেকে ওপেনিং পজিশন কেড়ে নেননি। রাহুলের বর্তমান পারফরমেন্স দেখেই রোহিত শর্মা নিজে নীচে ব্যাট করার সিদ্ধান্ত নেন এবং রাহুল ও যশস্বীকে ওপেনে নামানোর সিদ্ধান্ত নেন।

সঙ্গে থাকুন ➥
X