চতুর্থ দিনেই খেলা শেষ! পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারাল টিম ইন্ডিয়া

Published on:

Updated on:

india vs australia perth test

কলকাতাঃ বর্ডার-গাভাস্কার ট্রফির (Border-Gavaskar trophy) প্রথম টেস্টেই অস্ট্রেলিয়াকে হারাল ভারত। পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে পরাজিত করে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে ৫৩৪ রানের লক্ষ্য মাথায় নিয়ে খেলতে নামে টিম ইন্ডিয়া। কিন্তু মাত্র ২৩৮ রানেই গুটিয়ে যায় আয়োজক দেশ। অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক রান করেন ট্র্যাভিস হেড। তিনি ১০১ বলে ৮৯ করে আউট হন। অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন মিচেল মার্শ। তিনি ৬৭ বলে ৪৭ করেন।

গতকাল বিরাট কোহলি সেঞ্চুরি করার পর ইনিংসের ঘোষণা করেন জসপ্রীত বুমরাহ। ভারতের স্কোর সেই সময় ছিল ৪৮৭। ৬ উইকেট হারিয়ে এই রান তুলেছিল টিম ইন্ডিয়া। বিরাট কোহলির সঙ্গে সেই সময় পিচে ছিলেন নিতিশ কুমার রেড্ডি। নিতিশ সেই সময় ২৭ বলে ৩৮ রান করেছিলেন। তৃতীয় দিনে ভারত ডিক্লেয়ার করলে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। প্রথম দিনেই অজিরা ৩ উইকেট হারায়।

চতুর্থ দিনেও নড়বড় করতে থাকে অস্ট্রেলীয় ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক বুমরাহকে যোগ্য সঙ্গত দেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় ইনিংসে সিরাজ ও বুমরাহ দুজনাই ৩ টি করে উইকেট নেন। এদিন KKR-এ বোলার হর্ষিত রানা তেমন কিছু করে দেখাতে পারেননি। প্রথম ইনিংসে ৩ উইকেট পাওয়া রানা দ্বিতীয় ইনিংসে মাত্র ১ টি উইকেট নিতেই সক্ষম হন।

ওদিকে ভারতের তরুণ স্পিনার ওয়াশিংটন সুন্দর ফের কামাল দেখান। মিচেল স্টার্ক ও নাথান লিয়নকে প্যাভিলিয়নে ফেরান তিনি। একটি উইকেট নেন নিতিশ কুমার রেড্ডিও। তিনি মিচেল মার্শকে প্যাভিলিয়নে পাঠান।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥