‘ওঁর জন্য দরজা খোলা’, শামিকে নিয়ে বড় আপডেট রোহিতের, কবে প্রত্যাবর্তন টিম ইন্ডিয়ায়?

Published on:

mohammed shami rohit sharma

কৌশিক দত্ত কলকাতাঃ বর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ ম্যাচের মধ্যে দুই ম্যাচ ইতিমধ্যে খেলা হয়ে গিয়েছে। দুই ম্যাচে দুই দলই একটি করে জিতেছে। তবে দ্বিতীয় ম্যাচে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। ১০ উইকেটে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার ব্যাটিং থেকে বোলিং, সবকিছুই হতাশ করেছে। হারের পর ভারতের অধিনায়ক রোহিত শর্মা সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি মহম্মদ শামির (Mohammed Shami) ফিটনেস নিয়ে আপডেটও দেন।

২০২৩ এর বিশ্বকাপের ফাইনালে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন মহম্মদ শামি। এরপর থেকে চোটের কারণে তিনি প্রায় এক বছর দলের বাইরে। বর্তমানে তিনি রঞ্জি ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলছেন। সেখানে ভালো পারফর্মও করছেন শামি। আর এরপর থেকে সবাই তাঁকে অস্ট্রেলিয়ায় ভারতীয় দলে যুক্ত করার দাবি তুলেছেন। তবে তাঁর ফিটনেসের উপর নজর রাখছে টিম ম্যানেজমেন্ট।

মহম্মদ শামিকে নিয়ে আপডেট রোহিত শর্মার

অ্যাডিলেড টেস্টের পর টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা পেসার মহম্মদ শামিকে নিয়ে আপডেট দিয়েছেন। উনি জানিয়েছেন যে। ‘শামির জন্য দরজা খোলা রয়েছে। ও আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। SMAT-তে খেলার সময় তাঁর হাঁটুতে সামান্য চোট লাগে। এর কারণে টেস্টের প্রস্তুতি কিছুটা ব্যহত হয়। ওড় ফিটনেস নিয়ে সম্পূর্ণ নিশ্চিত না হয়ে এখানে এনে খেলানোর ঝুঁকি নিতে চাই না। ওঁ যেহেতু দীর্ঘদিন খেলার মধ্যে নেই, তাই ওকে চাপে ফেলতে চাই না।’

কবে টিম ইন্ডিয়ায় ঢুকছেন মহম্মদ শামি?

বলে দিই, শামি SMAT-তে দারুণ পারফর্ম করলেও তাঁর টিম ঢোকা অত সহজ নয়। কারণ ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমি এখনও অবধি শামির ফিটনেসের সার্টিফিকেট দেয়নি বিসিসিআইকে। ওদিকে শামির কিট অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে পাশাপাশি তাঁর ভিসাও হয়ে গিয়েছে। তবে ফিটনেস সার্টিফিকেট পেলে তৃতীয় নয় চতুর্থ টেস্টে শামিকে ফের টিম ইন্ডিয়ায় দেখা যেতে পারে।

সঙ্গে থাকুন ➥