এশিয়া কাপে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে HAT! জানুন এর আসল রহস্য

Published on:

Team India HAT will play a crucial role in the Asia Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপ শুরু হতে আর কয়েকটা দিন। তার আগেই উঠে আসছে টিম ইন্ডিয়ার HAT-এর প্রসঙ্গ (Team India HAT)। রিপোর্ট অনুযায়ী, আসন্ন এশিয়া কাপে সূর্য কুমার যাদবের ভারতের সাফল্যে বড় ভূমিকা থাকতে পারে এই HAT-এর। কিন্তু কী এই HAT? কীভাবে আসন্ন এশিয়া কাপে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ভারতীয় দলের HAT?

HAT আসলে কী?

অনেকেই হয়তো জানেন না, ভারতীয় দলের তিন দাপুটে ক্রিকেটারকে সংক্ষেপে HAT বলে ডাকা হয়। চলতি বছর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন এই তিন ভারতীয় তারকা। কারা তারা? না বললেই নয়, HAT এর H এর অর্থ হার্দিক পান্ডিয়া, A এর অর্থ অভিষেক শর্মা এবং T এর অর্থাৎ তিলক বর্মা। ওয়াকিবহাল মহল মনে করছেন, আসন্ন এশিয়া কাপে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এই তিন তারকা বা HAT।

টি-টোয়েন্টিতে সর্বাধিক রান অভিষেক শর্মা এবং তিলক বর্মার

ভারতীয় দলের HAT এর তিন ক্রিকেটার অর্থাৎ হার্দিক, অভিষেক এবং তিলক মূলত টি-টোয়েন্টি ক্রিকেটে রানের উপরই বিশেষ জোর দিয়ে থাকেন। বলা বাহুল্য, চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে উঠেছেন অভিষেক শর্মা এবং তিলক বর্মা।

2025 সালে 5টি টি-টোয়েন্টি ম্যাচে সর্বাধিক 279 রান করেছেন অভিষেক শর্মা। যেই সাফল্যের কারণেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তালিকায় টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হয়ে উঠেছেন অভিষেক। অন্যদিকে একই সময়ে, 5টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে দুটি সেঞ্চুরির পাশাপাশি সর্বোচ্চ 72 রান করে অপরাজিত ছিলেন তিলক।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স কেমন?

HAT এর প্রথম ক্রিকেটার হিসেবে চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মোট 5টি ম্যাচ খেলেছেন হার্দিক পান্ডিয়া। তার রেকর্ডও নেহাত কম নয়। ভারতীয় দলের দাপুটে ক্রিকেটার এ বছর 5 টি-টোয়েন্টি ম্যাচ খেলে 112 রান করেছিলেন। যার মধ্যে 53 রান ছিল তার সেরা স্কোর।

অবশ্যই পড়ুন: মাঠে ডিম পেড়েছে পাখি, ২৮ দিনের জন্য খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ

কেন এশিয়া কাপের জন্য গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার HAT?

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে HAT এর তিন ক্রিকেটার হার্দিক পান্ডিয়া, অভিষেক শর্মা এবং তিলক বর্মার দাপট সম্পর্কে জানতে বাকি নেই কারোরই। অভিষেক এবং তিলক চলতি বছর টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পাশাপাশি 2023 সাল থেকে টি-টোয়েন্টি ক্রিকেটে সামগ্রিক ছক্কা মারার দিক থেকেও শীর্ষ 3 ভারতীয়দের মধ্যে রয়েছেন। গত দু বছরে অভিষেক শর্মা টি-টোয়েন্টি ক্রিকেটে ছয় মেরেছেন 182টি।

অন্যদিকে একই সময়ে তিলকের ব্যাট থেকে ছয় এসেছে 135টি ছয়। একই সাথে ফর্মে রয়েছেন হার্দিক পান্ডিয়াও। কাজেই, টি-টোয়েন্টি ক্রিকেটের এই 3 বাঘা ক্রিকেটার যে আসন্ন এশিয়া কাপে টিম ইন্ডিয়ার গ্যারান্টি হতে চলেছে সে কথা বলাই যায়। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, HAT টি-টোয়েন্টি ক্রিকেটে নামে রান করার জন্যই।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥