ফাইনালের আগেই হার্দিক, অভিষেকদের চোটাশঙ্কা! মুখ খুললেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ

Published on:

Team India Injury Scare before Asia Cup final

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপে এ পর্যন্ত অপরাজেয় ভারত। শুক্রবার, শেষবারের মতো নিয়ম রক্ষার ম্যাচে শ্রীলঙ্কাকে পরাস্ত করে ফাইনালের অপেক্ষায় সূর্যকুমার যাদবেরা। ওদিকে এশিয়া কাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে পুরনো হিসেব মিটিয়ে নেওয়ার অপেক্ষায় পাকিস্তানও। এহেন আবহে, ভারতীয় শিবিরে চোট আশঙ্কা (Team India Injury Scare)। গতকালই লঙ্কানদের ম্যাচে টিম ইন্ডিয়ার দুই বাঘা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং অভিষেক শর্মাকে চোট সমস্যায় ভুগতে দেখা গিয়েছে। আর তাতেই প্রশ্ন উঠছে ফাইনালে তাদের উপস্থিতি নিয়ে!

শ্রীলঙ্কার ম্যাচে চোটে ভুগেছিলেন দুই ভারতীয়

গতকাল, শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মাঠেই খুব সম্ভবত চোট পান হার্দিক পান্ডিয়া এবং অভিষেক শর্মা। দুজনকেই পায়ের হ্যান্সট্রিয়ের সমস্যায় ভুগতে দেখা গিয়েছিল। এদিন, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওভার বল করেই মাঠ ছাড়েন হার্দিক। যদিও ওই ওভারেই 7 রান দিয়ে কুশল মেন্ডিসের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন ভারতীয় অলরাউন্ডার। এরপর ম্যাচের দশম ওভারের পর সমগোত্রীয় সমস্যায় ভুগতে দেখা যায় অভিষেককেও। পরে তিনিও মাঠ ছেড়ে বেরিয়ে যান। এদিন দুই ভারতীয়র বিকল্প হিসেবে মাঠে নেমেছিলেন রিঙ্কু সিং এবং শিবম দুবে।

হার্দিকের চোট নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, শ্রীলঙ্কার বিপক্ষে চরম নাটকীয়তার মধ্য থেকে জয় ছিনিয়ে নেওয়ার পর টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নে মরকেল জানান, হার্দিক পান্ডিয়ার ক্র্যাম্পস (পায়ে টান লাগা) হয়েছে। আজ এবং কাল রাতে তার পরীক্ষা করা হবে। তারপরই আমরা গোটা বিষয়টি বুঝতে পারবো। এতে পরবর্তী সিদ্ধান্ত নিতেও সুবিধা হবে। হার্দিকের পাশাপাশি এ দিন অভিষেককে নিয়েও কথা বলেন ভারতীয় দলের কোচ। মরকেলের কথায়, টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার অভিষেক এখন ভাল আছেন।

এদিন টিম ইন্ডিয়ার বোলিং কোচ আরও বলেন, আমি মনে করি এখন দলের ছেলেদের জন্য উপযোগী বিষয় হবে বিশ্রাম। ইতিমধ্যেই তারা নিজেদের লক্ষ্য অর্জন করেছেন। সামনে ফাইনাল। তাই ম্যাচের পর অস্বস্তি কাটিয়ে ওঠার প্রক্রিয়া শুরু হবে। এর জন্য সবচেয়ে সেরা উপায় পর্যাপ্ত ঘুম এবং নিজের পাকে বিশ্রাম দেওয়া। আশা রাখছি, তারা ভাল বিশ্রাম পাবে।

অবশ্যই পড়ুন: পাকিস্তানের দাবিতেই মান্যতা! সূর্যকুমার যাদবকে শাস্তি দিল ICC

উল্লেখ্য, ভারতের কাছে চলতি এশিয়া কাপের দুই আসরেই হেরেছে পাকিস্তান। তবে ভাগ্যক্রমে বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরের শেষ ম্যাচ জিতে মহা ফাইনালে ভারতের মুখোমুখি হতে চলছে তারা। সূর্যরা অবশ্য পাক দলের বাড়বাড়ন্ত রুখে দিতে বদ্ধপরিকর।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥