কলকাতাঃ নিশ্চিত জয় বদলে গেল হারে। প্রশ্ন উঠছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) সিদ্ধান্ত নিয়েও। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১২৪ রানেই গুটিয়ে যায় ভারতীয় দলের ইনিংস। গত ম্যাচে সেঞ্চুরি করা সঞ্জু স্যামসন আউট হন শূন্য রানে। বাকিদের ব্যাট থেকেও আসেনি রান। হার্দিক পান্ডিয়ার ৩৯, অক্ষর প্যাটেলের ২৭ ও তিলক বর্মার ২০ রানে ভর করে কোনোরকম লড়াই করার স্কোর করতে পারে ভারত। তবে শেষ রক্ষা হয়নি। সূর্যকুমার যাদবের একটি সিদ্ধান্তের কারণেই হারতে হল টিম ইন্ডিয়াকে। এমনটাই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।
কম রানের লক্ষ্য দিলেও ভারতীয় দলের স্পিন অ্যাটাক বিধ্বস্ত করে সাউথ আফ্রিকার ব্যাটিং বিভাগকে। বিশেষ করে বরুণ চক্রবর্তীর অসাধারণ স্পেল দলকে একদম জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৫ উইকেট নেই কলকাতা নাইট রাইডার্সের বোলার। একদম জয়ের কাছে পৌঁছলেও শেষ মুহূর্তে সূর্যকুমার যাদবের এক আত্মঘাতী সিদ্ধান্তের জেরে জয় হাতছাড়া হয় ভারতের।
সূর্যকুমারের এক সিদ্ধান্তে হার টিম ইন্ডিয়ার
১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ ওভারে ৮৮ রানে ৭ উইকেট হারায় সাউথ আফ্রিকা। ভারতীয় দল সেই সময় জয়ের গন্ধ পাচ্ছিল। কিন্তু এরপর ১৭ ও ১৮ তম ওভারে সূর্যকুমারের খারাপ সিদ্ধান্তের জেরে খেলার মোড় পুরো ঘুরে যায় ১৬ ওভারের সংঘর্ষ মাত্র ২ ওভারেই শেষ হয়ে যায়। আত্মসমর্পণ করতে বাধ্য হয় ভারতীয় দল। অধিনায়ক সূর্যের একটা সিদ্ধান্ত ভারতীয় দলের হারের কারণ হয়ে ওঠে।
Poor Captaincy by Suryakumar yadav here.🤡
South Africa was struggling against spinners But sky just gave only one over to AXAR patel.🤡🤡👏🏻👏🏻#SuryakumarYadav #INDvSA pic.twitter.com/FB9oxEeK2J— 𝐆.𝐎.𝐀.𝐓 ⁹³🐐 (@THEGOATBUMRAH) November 10, 2024
আসলে যেই সময় সাউথ আফ্রিকার জয় অসম্ভব মনে হচ্ছিল, সেই সময় সূর্যকুমার যাদব আর্শদীপ সিং ও আবেশ খানকে বল করার জন্য ডাকেন। স্পিন সহায়ক পিচে কেন এই সিদ্ধান্ত নিলেন সূর্য, তা নিয়ে উঠছে প্রশ্ন। আসলে সেই সময় সূর্যকুমারের হাতে আরেকজন স্পিন বোলার ছিল। অক্ষর প্যাটেল মাত্র ১ ওভারই বল করেছিলেন। আর সেই ১ ওভারে মাত্র ২ রান দিয়েছিলেন তিনি। কিন্তু সূর্য অক্ষরকে বল না দিয়ে আর্শদীপ ও আবেশ খানকে বল দেন। যার ফল স্বরূপ হারের মুখ দেখতে হয় ভারতীয় দলকে।