বিফলে গেল জাদেজার লড়াই, ব্যাটিং অর্ডারে ধসে লর্ডসে ২২ রানে হারল ভারত

Published on:

Updated on:

Team India lost the India vs England Lord's Test.

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পরিকল্পনা অনুযায়ী চলছিল সব। হয়তো ইংল্যান্ডের দেওয়া লক্ষ্য পূরণ করে জিততে পারতো ভারতীয় দল। তবে সোমবার তেমনটা হল না।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এজবাস্টনে জয়ে ফিরে যে স্বপ্ন দেখেছিলেন শুভমন গিলরা, দক্ষ হাতে তা পূরণ করার চেষ্টা করেও ব্যর্থ হলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

হ্যাঁ, লর্ডসের মাটিতে তৃতীয় টেস্টের শেষ দিনে প্রয়োজনীয় 135 রানও করে উঠতে পারল না টিম ইন্ডিয়া। আর তাতেই হারের তকমা নিয়ে রণক্ষেত্র ছাড়তে হল স্বদেশীদের।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ব্যাটিং অর্ডার নিয়েই ডুবল ভারত

প্রথম টেস্ট হোক কিংবা দ্বিতীয় টেস্ট, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের ব্যাটিং অর্ডার প্রথম থেকেই ছিল চনমনে। সেই সূত্র ধরে, ইংলিশদের দ্বিতীয় টেস্টে বধ করে শুভমন সেনা। তবে সেই ধারা যেন লর্ডসেই হারিয়ে গেল।

বলে রাখি, ইংলিশদের বিরুদ্ধে তৃতীয় টেস্টের ময়দানে প্রথম ইনিংসে দাপটের সাথে ব্যাট ঘুরিয়েছিলেন কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থরা। তবে দ্বিতীয় ইনিংসে পৌঁছতে ভারতীয় দলের ব্যাটিং অর্ডার কার্যত ধুঁকতে শুরু করে।

এদিন চেনা ছন্দে ব্যাট ঘুরিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে রান তুলতে ব্যর্থ হয়েছিলেন যশস্বী জয়সওয়াল থেকে শুরু করে করুণ নায়ার, অধিনায়ক শুভমন গিল, আকাশদীপ, ঋষভ পন্থেরা। শুরুর দিকে রাহুল কিছুটা ঘুরে দাঁড়িয়ে ছিলেন ঠিকই, তবে ইংল্যান্ডের ভয়ঙ্কর বোলিং আক্রমণের সামনে একেবারে ধসে পড়ে ভারতীয় দুর্গ। বিশেষজ্ঞরা বলছেন, লর্ডস টেস্টে ব্যাটিং বিপর্যয়ের কারণেই হারতে হল ভারতকে।

নিঃশ্বাস চেপে দলকে জেতানোর চেষ্টা করেছিলেন জাদেজা

তৃতীয় টেস্টের চতুর্থ দিন থেকে ইংল্যান্ডের বেঁধে দেওয়া 193 রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে একেবারে কাল ঘাম ছুটে গিয়েছিল ভারতের। তবে হাল ছাড়েননি কেউই। কিন্তু কথায় আছে, পরিস্থিতির ঊর্ধ্বে কিচ্ছু নয়! হয়তো সেই কারণেই, লর্ডসের মাঠে একেবারে ধরাশায়ী হয়ে পড়ল ভারতের শক্তিমান ব্যাটাররা। এদিন 22 রানে ইংলিশদের কাছে হারতে হল টিম ইন্ডিয়াকে।

তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, দলের বাকিদের ব্যর্থতার মাঝে চালকের আসনে বসে ভারতকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেছিলেন জাদেজা। বলা চলে, একপ্রকার নিঃশ্বাস চেপেই ইংল্যান্ডের দক্ষ বোলারদের সামনে টিকে থেকে ম্যাচ উতরে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ভাগ্যের পরিহাসের কাছে হার মানল কঠোর পরিশ্রম!

অবশ্যই পড়ুন: বালুরঘাট-হিলি রেল প্রকল্প নিয়ে আসরে হাইকোর্ট, কাজের অগ্রগতি জানতে রিপোর্ট তলব

বলা বাহুল্য, দলের দুঃসময়ে ইংল্যান্ডের বিরুদ্ধে 181 বলে 4টি চার ও 1টি ছয় সহযোগে 61 রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন জাদেজা। তবে দুঃখের বিষয়, ইংলিশদের ঘরের মাঠে ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে লড়াইয়ের চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থতাতেই নাম জড়াল ভারতীয় ক্রিকেটারের। তবে লর্ডস টেস্টে হারলেও অনবদ্য পারফরমেন্স দেখিয়ে অসংখ্য প্রশংসা কুড়িয়ে নিয়েছেন তিনি। বলে রাখি, তৃতীয় টেস্টে পরাজয়ের পর বর্তমানে 1-2 ব্যবধানে পিছিয়ে রয়েছে শুভমনের ভারত।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group