ভারতের একমাত্র প্লেয়ার, যে খেললে দল জেতে, নাহলে হয় ড্র! হারের কোনও চ্যান্স নেই

Published:

Updated:

Team India Lucky Player but why he is lucky charm Know exact reason
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তিনি সাদা বলের ক্রিকেটে ভারতের লাকি চার্ম (Team India Lucky Player)। তাঁর উপস্থিতিতে টিম ইন্ডিয়া যে ম্যাচ খেলে, তাতে হয় যেতে অথবা ম্যাচ নিষ্ফলা হয়। এক কথায়, এই খেলোয়াড় ভারতীয় দলের রত্ন। হ্যাঁ, শিবম দুবে হলেন ভারতের একমাত্র প্লেয়ার যিনি টিম ইন্ডিয়ার প্রথম একাদশে থাকলে সহজে পরাজয় এড়িয়ে যায় ভারতকে। তেমনটাই বলছে ভারতীয় তারকার পূর্বের সব রেকর্ড।

দুবে দলে থাকলেই পরাজয় হয় না ভারতের

সালটা 2019। সে বছরের 3 নভেম্বর, বাংলাদেশের বিপক্ষে ভারতীয় টি-টোয়েন্টি দলে অভিষেক হয়েছিল শিবম দুবের। দুঃখের বিষয়, কেরিয়ারের প্রথম ম্যাচে অবশ্য 7 উইকেটে দলকে হারতে দেখেছিলেন দুবে। তবে এরপর থেকে যতবার টিম ইন্ডিয়ার প্রথম একাদশে জায়গা পেয়েছেন তিনি, অধিকাংশ সময়েই হয় ম্যাচ জিতেছে ভারত অথবা ম্যাচের ফলাফল প্রকাশিত হয়নি।

উদাহরণ হিসেবে বলি, বাংলাদেশের বিরুদ্ধে হারের ম্যাচ কাটিয়ে পরের দুই ম্যাচেই ওপার বাংলার দলকে পরাস্ত করেছিল ভারত। এভাবে একে একে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, নেপাল, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ের মতো একাধিক দলের বিপক্ষে বেশিরভাগ ম্যাচেই শিবমকে সঙ্গী করেই জিতেছে ভারত।

না বললেই নয়, ভারত বনাম অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচই বৃষ্টির কারণে বাতিল হয়ে গিয়েছে। কাকতালীয়ভাবে এই ম্যাচে ভারতের প্রথম একাদশে ছিলেন শিবম দুবে। কাজেই বলাই যায়, তাঁকে দলে রেখে লাভের বদলে লোকশান হয়নি টিম ইন্ডিয়ার। তবে, ক্যানবেরার যদি ফ্ল্যাডলাইট কার্ফু না থাকতো, তবে হয়তো রাতে পুনরায় আয়োজন করা যেত ভারত বনাম অস্ট্রেলিয়ার টোয়েন্টি ম্যাচটি।

 

 

অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গল, মোহনবাগান না ডেম্পো! সেমিতে উঠবে কোন দল? ডার্বির আগে বুঝুন সমীকরণ

উল্লেখ্য, টেস্টে এখনও পর্যন্ত অভিষেক হয়নি দুবের। তিনি মূলত ভারতের হয়ে সাদা বলের ক্রিকেটেই জাদু দেখান। না বললেই নয়, বিগত এশিয়া কাপে ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন শিবম। তবে মাঠে ব্যাট হাতে সে অর্থে কিছু করে দেখাতে পারেননি তিনি। জানিয়ে রাখি, এখনও পর্যন্ত ভারতের হয়ে মোট 42টি টি-টোয়েন্টি খেলে 581 রান করেছেন শিবম। এছাড়াও ওয়ানডে খেলেছেন মাত্র চারটি। সেখানে অবশ্য তার রান 43।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join