ব্যর্থ BCCI, স্পনসর ছাড়াই এশিয়া কাপ খেলবে টিম ইন্ডিয়া! রিপোর্ট

Published on:

Team India may play in Asia Cup 2025 without any Jersey sponsor

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে থাকবে না কোনও লোগো! অল্প সময়ের মধ্যে নতুন স্পনসর খুঁজে না পাওয়ায় হয়তো লোগোহীন জার্সি গায়ে তুলেই আসন্ন টুর্নামেন্টের মঞ্চে নেমে পড়তে হবে সূর্য কুমার যাদবদের, এমনটাই দাবি করা হচ্ছে ইন্ডিয়া টুডের রিপোর্টে।

স্পনসর ছাড়াই এশিয়া কাপ খেলবে টিম ইন্ডিয়া?

সংসদের উভয় কক্ষে প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল 2025, পাস করিয়ে নিয়েছে কেন্দ্র। ফলে, এই বিল অনুযায়ী, কোনও ব্যক্তি আর কাউকে অনলাইন মানি গেমিংয়ের জন্য প্ররোচিত বা বাধ্য করতে পারবে না।

ফলত, নতুন বিল পাস হতেই প্রশ্নের মুখে পড়েছে Dream11 এর মতো অনলাইন মানি গেমিং প্ল্যাটফর্মগুলি। ইতিমধ্যেই এই অনলাইন গেমিং সংস্থাটির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

তবে বিশ্বের সবচেয়ে ধনী বোর্ডের স্পনসর হিসেবে বেশ কয়েকটি নতুন সংস্থার নাম শোনা যাচ্ছিল। তবে গত বৃহস্পতিবার, ভারতীয় ক্রিকেট বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে নতুন স্পনসর নিয়ে আলোচনা হলেও রিপোর্ট বলছে, এত অল্প সময়ের মধ্যে এশিয়া কাপের আগে নতুন স্পনসর খুঁজে পাওয়াটা বোর্ডের জন্য যথেষ্ট কঠিন হয়ে উঠেছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

এদিকে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে এশিয়ার বহু অপেক্ষিত ঐতিহ্যবাহী টুর্নামেন্টটি। ফলে 9 সেপ্টেম্বরের আগে স্পনসর জোগাড় করতে না পারলে এশিয়া কাপের মঞ্চে লোগোহীন জার্সি গায়েই মাঠে নামতে হবে টিম ইন্ডিয়াকে।

অবশ্যই পড়ুন: সমালোচনার জবাব! ছেত্রীদের ছাড়াই ১৭ বছর পর তাজিকিস্তানকে হারাল খালিদের ভারত

উল্লেখ্য, সম্প্রতি Dream11 এর সাথে 358 কোটির চুক্তি ছিন্ন করেছে BCCI। সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছিলেন, নতুন বিল পাস হওয়ার কারণে অনলাইন মানি গেমিং প্ল্যাটফর্মগুলি ঝুঁকির মুখে পড়েছে। সেই মতো, ভারতীয় ক্রিকেট বোর্ডও Dream11 এর সাথে সমস্ত সম্পর্ক শেষ করেছেন। এদিন দেবজিতের বক্তব্য ছিল, BCCI ভবিষ্যতে আর এই ধরনের সংস্থার সাথে কোনও চুক্তিতে যাবে না!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥