কলকাতাঃ টিম ইন্ডিয়ার পেসার সিদ্ধার্থ কৌল (Siddarth Kaul) তার ক্রিকেট জীবন থেকে অবসরের ঘোষণা করেছেন। ২০১৮ সালে বিরাট কোহলির অধিনায়কত্বে ভারতীয় দলে সুযোগ পাওয়া সিদ্ধার্থ অবসর নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। উল্লেখ্য, ২০০৮ সালে ভারতকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতানো দলের সদস্য ছিলেন সিদ্ধার্থ। তবে ভারতীয় দলে তেমন দাঁত ফোঁটাতে পারেননি তিনি।
বলে দিই, ভারতের হয়ে তিনটি ওয়ানডে আর তিনটি টি২০ ম্যাচ খেলেছিলেন সিদ্ধার্থ কৌল। ২০১৯ সালে তিনি ভারতের দলের হয়ে শেষ ম্যাচ খেলেন। তারপর থেকে তিনি আর জাতীয় দলে সুযোগ পাননি। ২০২৫ এর IPL অকশনে নামও উঠেছিল তার, কিন্তু তাঁকে কেনার আগ্রহ দেখায়নি কোনও ফ্রাঞ্চাইজি।
সিদ্ধার্থ কৌল-র ক্রিকেট কেরিয়ার
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকার পর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন একদা বিরাট কোহলির সতীর্থ। ২০১৮ সালে অভিষেক হওয়া সিদ্ধার্থ কৌল ভারতীয় দলের হয়ে তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন ঠিকই, কিন্তু সেই ম্যাচগুলোতে তিনি একটিও উইকেট পাননি। ওদিকে তিনটি টি২০ ম্যাচে ৪ টি উইকেট নিয়েছিলেন তিনি। আর এরপর থেকেই তিনি জাতীয় দলের বাইরে।
কলকাতা নাইট রাইডার্সে ছিলেন সিদ্ধার্থ কৌল
২০০৮ সালে ভারতীয় দল বিরাট কোহলি নেতৃত্বে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ নিজের নামে করেছিল। সেই সময় সিদ্ধার্থ কৌল এই দলের অংশ ছিলেন। উনি বোলিংয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এছাড়াও IPL-এও খেলেছেন সিদ্ধার্থ। তিনি এখনও অবধি IPL-এ ৫৪ টি ম্যাচ খেলেছেন। আর এই ৫৪ ম্যাচে ৫৮ উইকেট পেয়েছে। সিদ্ধার্থ সানরাইজার্স হায়দ্রাবাদ আর দিল্লি ক্যাপিটলসের হয়ে IPL-এ খেলেছেন।