কলকাতাঃ বেঙ্গালুরুর পর পুণে! পরপর দুই টেস্টে নিউজিল্যান্ডের কাছে লজ্জার পরাজয় স্বীকার করেছে ভারত। এমনকি ১২ বছর পর ঘরের মাটিতে টেস্ট সিরিজ হারল টিম ইন্ডিয়া। একের পর এক লজ্জার হারের পর এবার সক্রিয় হচ্ছেন কোচ গৌতম গম্ভীর। এবার আর প্লেয়ারদের আরাম করতে দেবেন না তিনি। এমনটাই খবর প্রকাশ্যে।
আসলে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় দল মাত্র ৪৬ রানে আউট হয়ে যায়। এরপর থেকেই দলের ব্যাটিং ক্ষমতা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। যদিও প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে কামব্যাক করেছিল ভারত। কিন্তু তাতেও ম্যাচ বাঁচানো যায়নি। আর দ্বিতীয় টেস্টেও সেই একই অবস্থা। নিউজিল্যান্ডের কম রানের সামনেও মাথা তুলে দাঁড়াতে পারেন নি ভারতীয় ব্যাটসম্যানরা। ১০৩ রান বাকি থাকতেই সবাই আউট হয়ে যান। দ্বিতীয় ইনিংসে কিছু রান বেশি করলেও আড়াই দিনেই টেস্ট শেষ হয়ে যায়। আর নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টও জয় করে নেয়।
ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট মুম্বইতে
শেষ এবং তৃতীয় টেস্ট মুম্বইতে হতে চলেছে। আর এই তৃতীয় টেস্টের আগেই দলের প্লেয়ারদের জন্য নতুন রুল জারি হয়েছে। তৃতীয় টেস্টের আগে প্লেয়ারদের দু’দিনের ব্রেক দেওয়া হয়েছে। আর পাশাপাশি টিম ম্যানেজমেন্ট এমন এক নিয়ম জারি করেছে, যা রোহিত শর্মা থেকে বিরাট কোহলি সবাইকেই মেনে চলতে হবে।
প্লেয়ারদের আরাম হারাম করলেন গৌতম গম্ভীর
আসলে ভারতীয় টিমের প্রধান কোচ গৌতম গম্ভীর প্লেয়ারদের আরাম করতে দেওয়ার বদলে দুদিনের অনিবার্য অনুশীলন রেখেছেন। এই পর্বে কোনও প্লেয়ারকেই ছাড় দেওয়া হবে না। সেটা অধিনায়ক রোহিত শর্মা হোক আর বিরাট কোহলি। সবাইকেই এই অনুশীলন পর্বে অংশ নিতে হবে।
মুম্বইয়ের বাড়িতে রোহিত শর্মা, বিরাট কোহলি
পুণে টেস্ট ম্যাচে হারের পর রোহিত এবং কোহলি দুজনাই তাঁদের মুম্বইয়ের বাড়িতে চলে গিয়েছেন। ম্যাচ শেষের পরেই দলের দুই সিনিয়র প্লেয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। অন্যদিকে গৌতম গম্ভীর ও বাকিরা আজ মুম্বই পৌঁছেছেন। ভারত ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ১ নভেম্বর থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।