পাকিস্তানকে উড়িয়েই মহিলা বিশ্বকাপের পয়েন্ট তালিকায় বিরাট উত্থান ভারতের

Published:

Team India Position At Top in Womens World Cup Points Table
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপের পর আরও একটা রবিবার ভারতের কাছে হেরেছে পাকিস্তান। এবার অবশ্য কামাল দেখিয়েছেন দেশের মেয়েরা। গতকাল, কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে জোরালো আক্রমণ শানিয়ে 88 রানের বিরাট ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় দল। আর তাতেই বদলে গিয়েছে মহিলাদের চলতি ওয়ানডে বিশ্বকাপের পয়েন্ট তালিকার (Womens World Cup Points Table) চেহারা।

এক লাফে পয়েন্ট তালিকার প্রথমে ভারত

মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ম্যাচের আগে পয়েন্ট তালিকায় ভারতীয় দলের অবস্থান ছিল চার নম্বরে। তবে রবিবার, পাকিস্তানকে উড়িয়ে জয় পেতেই মহিলা ওয়ানডে বিশ্বকাপ 2025 এর পয়েন্ট তালিকার মগডালে উঠে এলো ভারতীয় নারী দল। বলা বাহুল্য, এখনও পর্যন্ত বিশ্বকাপের দুই ম্যাচের দুটিতেই জিতে 4 পয়েন্ট ঘরে তুলেছে ভারত। সেই সাথে হরমনপ্রীত কৌররদের রান রেট 1.515।

অন্যদিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে তালিকার দ্বিতীয় স্থানে 3 পয়েন্ট নিয়ে দৌড়াচ্ছে অস্ট্রেলিয়া। বর্তমানে তাদের নেট রানরেট 1.780। এছাড়াও 1 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে যথাক্রমে তালিকার তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড এবং বাংলাদেশের মহিলা দল। পাশাপাশি 2 ম্যাচের ব্যর্থতা নিয়ে 1 পয়েন্টে তালিকার পঞ্চম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। অর্থাৎ মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের পয়েন্ট তালিকার প্রথম 5 এ জায়গা হয়নি পাকিস্তানের।

অবশ্যই পড়ুন: অক্টোবরের প্রথম রবিবারেও পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত! ৮৮ রানে জয় হরমন সেনার

উল্লেখ্য, মহিলাদের চলতি ওয়ানডে বিশ্বকাপে প্রথমে বাংলাদেশ মহিলা দলের কাছে হারের পর রবিবার ভারতের কাছে হেরে নাক কাটিয়েছে পাকিস্তান। যার জেরে দুই ম্যাচের দুটিতেই পরাস্ত হয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তান। তাদের নেট রানরেট -1.777। এছাড়াও প্রথম ম্যাচের প্রথমটিতেই হেরে যথাক্রমে পয়েন্ট টেবিলের সপ্তম এবং অষ্টম স্থানে রয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

Team India Position At Top in Womens World Cup Points Table

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join