বিক্রম ব্যানার্জী, কলকাতা: আহমেদাবাদের মাটিতে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম টেস্টে হেলায় হারিয়েছে ভারত। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার ঝোড়ো ইনিংসের বিপরীতে সেয়ানে সেয়ানে লড়াইটা করতে পারেনি ক্যারিবিয়ানরা। তাই 140 রান ও এক ইনিংসে জিতে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে শুভমন গিলের দল। তবে দুঃখের বিষয়, ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হারিয়েও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের (WTC Points Table) প্রথম দুইয়ে জায়গা করতে পারল না ভারত।
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েও তৃতীয় স্থানেই ভারত
আশা ছিল, প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারানোর পর হয়তো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় উত্থান হবে ভারতের। কিন্তু তেমনটা হয়নি। WTC পয়েন্ট তালিকায় ভারতের জয়ের হার বেড়েছে ঠিকই, তবে অবস্থানে কোনও বদল আসেনি। ওয়েস্ট ইন্ডিজ বাহিনীর বিরুদ্ধে জিতেও ভারত তালিকার সেই তিন নম্বরেই রয়েছে।
বলা বাহুল্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে পা রাখার পূর্বে পয়েন্ট তালিকায় ভারতের জয়ের হার ছিল 46.67 শতাংশ। তবে প্রথম টেস্ট জয়ের পর ভারতের জেতার হার বেড়ে 55.56 তে গিয়ে দাঁড়িয়েছে। না বললেই নয়, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ WTC সাইকেলে ভারতের দ্বিতীয় সিরিজ। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে 2-2 ফলাফলে ড্র করেছিল টিম ইন্ডিয়া। ফলে, গতদিনের জয়টা ভারতের কাছে তৃতীয় টেস্ট জয় ছিল।
WTC পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে কারা?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত তৃতীয় স্থানে থাকলেও। বিগত টেস্ট সিরিজগুলিতে দুর্দান্ত পারফরমেন্সের কারণে বর্তমানে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। অন্যদিকে WTC পয়েন্ট টেবিলের প্রথমে নিজেদের জায়গা ধরে রেখেছে অস্ট্রেলিয়া। এর কারণ অবশ্য, ক্যাঙ্গারুরা এখনও পর্যন্ত কোনও ম্যাচ হারেনি বা তাদের কোনও ম্যাচই ড্র হয়নি। এদিকে যদি ওয়েস্ট ইন্ডিজের কথা বলা হয় তবে, দলটি এখনও পর্যন্ত WTC চক্রে 4টি ম্যাচের সবকটিতেই হেরেছে।
অবশ্যই পড়ুন: ঘোষিত IFA শিল্ডের সূচি, কবে কবে মাঠে নামবে ইস্টবেঙ্গল, মোহনবাগান? ডার্বি হবে তো?
উল্লেখ্য, প্রথম টেস্টে পা রেখেই টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। সেই মতোই, ভারতীয় বোলিং আক্রমণের সামনে 162 রান করে হাত তুলে দেয় ক্যারিবিয়ানরা। পরবর্তীতে ব্যাট করতে নেমে 5 উইকেট হারিয়ে 448 রানে ইনিংস ঘোষণা করে ভারত। তখন, ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের থেকে 286 রানের লিডে ছিল।
এদিন, ভারতের হয়ে শতরান হাঁকিয়েছিলেন, কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা এবং ধ্রুব জুরেল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, জাদেজা ছিলেন অপরাজিত। যদিও তৃতীয় দিনের খেলায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শুরু হতেই বল হাতে আগুন ছড়ান ভারতীয়রা। আর তাতেই জব্দ হয়ে 146 রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। না বললেই নয়, ব্যাটে সেঞ্চুরি করার পাশাপাশি তৃতীয় দিনের খেলায় 4টি উইকেট তুলেছিলেন অভিজ্ঞ জাদেজা।