চোট রোহিত, রাহুলের! চতুর্থ টেস্টে কেমন হবে টিম ইন্ডিয়ার একাদশ?

Published on:

india vs australia

কৌশিক দত্ত, কলকাতাঃ ভারত, অস্ট্রেলিয়ার (India Vs Australia) মধ্যে চলমান বর্ডার-গাভস্কার ট্রফিতে এখনও অবধি তিনটি টেস্ট খেলা হয়ে গিয়েছে। তিনটির মধ্যে দুই একটি করে ম্যাচ জিতেছে, ও একটি ড্র হয়েছে। এখন দুই দলের লক্ষ্য মেলবোর্নের চতুর্থ টেস্ট। বক্সিং ডে’র এই টেস্টের আগে অস্ট্রেলিয়ার তাঁদের দলে তিনটি পরিবর্তন করেছে। ওদিকে, এতদিন ধরে মহম্মদ শামিকে নিয়ে জল্পনা চললেও, তিনি যে আর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন না, তা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে।

কেএল রাহুলের চোট

WhatsApp Community Join Now

তবে চতুর্থ টেস্টের আগে টিম ইন্ডিয়ার সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কেএল রাহুলের চোট। জানা গিয়েছে যে, গতকাল অনুশীলনের সময় হাতে চোট পান এবারের অস্ট্রেলিয়া সফরে ভারতের সবথেকে সফল ব্যাটার কেএল রাহুল। এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরালও হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে, ফিজিও রাহুলের চিকিৎসা চালাচ্ছেন। তবে রাহুলের চোট ঠিক কতটা গুরুতর, তা জানা যায়নি। কিন্তু টিম ইন্ডিয়ার সূত্র মতে, রাহুল চতুর্থ টেস্টে দলে থাকবেন।

হাঁটুতে চোট পেয়েছেন রোহিত শর্মাও

ওদিকে হয়েছে আরেক কাণ্ড! অনুশীলনের সময় নাকি টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাও চোট পেয়েছেন। ভারতের অধিনায়কককে হাঁটুতে বরফ বেঁধে বসে থাকতেও দেখা গিয়েছে। কতটা গুরুতর তাঁর চোট? এই নিয়ে টিম ইন্ডিয়ার পেসার আকাশ দীপ জানিয়েছেন যে, অধিনায়কের চোট খুব একটা গুরুতর নয়। আশা করা যাচ্ছে চতুর্থ টেস্টে তিনি খেলবেন।

কেমন হবে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ?

এখন প্রশ্ন উঠছে যে, দলের দুই প্লেয়ারের চোট, ওদিকে অভিজ্ঞ স্পিনারের অবসরের পর কেমন হবে টিম ইন্ডিয়ার একাদশ? বিশেষজ্ঞদের মতে, চোটে কেউ বাদ না পড়লে চতুর্থ টেস্টে দলে পরিবর্তন দেখা যাবে না। একমাত্র ওয়াশিংটন সুন্দরের দলে ঢোকার ক্ষীণ চ্যান্স রয়েছে। তাঁকে দলে সুযোগ দেওয়া হলে নীতীশ কুমার রেড্ডিকে বাদ দেওয়া হতে পারে।

সঙ্গে থাকুন ➥
X