বিক্রম ব্যানার্জী, কলকাতা: মর্যাদা ও সিরিজ দুই বাঁচাতে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট জিততেই হবে ভারতকে। তবে সময় যত এগোচ্ছে টিম ইন্ডিয়াকে নিয়ে আশঙ্কা ততই জেঁকে বসছে। শুরুর দিকে সব ঠিক থাকলেও, খেলোয়াড়দের একের পর এক চোট নিয়ে একপ্রকার মুখ থুবড়ে পড়েছিল ভারতীয় দল।
তবে সেখান থেকে উঠে দাঁড়িয়ে কার্যত ভগ্নপ্রায় দল নিয়েই চতুর্থ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়েছে টিম ইন্ডিয়া। রবীন্দ্র জাদেজাদের লড়াইকে সামনে রেখে শত চেষ্টার পর ম্যানচেস্টার টেস্ট ড্র করেছে ভারত। এখন লক্ষ্য যেকোনও প্রকারে পঞ্চম টেস্ট জেতা। এবার সেই লক্ষ্যে তীর বসাতেই একাদশে বড় বদল আনতে পারেন শুভমন গিলরা। সে ক্ষেত্রে কেমন হবে ভারতের পঞ্চম টেস্টের প্রথম একাদশ?
উদ্বোধনী জুটি
চতুর্থ টেস্টে ভারতের হয়ে ওপেনিং করেছিলেন যশস্বী জয়সওয়াল ও কে এল রাহুল। ইংলিশদের বিরুদ্ধে দুই ইনিংসেই দুর্দান্ত ব্যাটিং করেছিলেন রাহুল। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে শূন্যতে আউট হলেও প্রথম ইনিংসে প্রতিপক্ষ বোলারদের ঘাম ছুটিয়েছিলেন জয়সওয়ালও। সূত্র বলছে, এই জুটিকেই পঞ্চম টেস্টে কাজে লাগাতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
মিডিল অর্ডারে বড় পরিবর্তন!
সূত্রের খবর, মিডল অর্ডারে একটি মাত্র বদল ছাড়া চতুর্থ টেস্টের ধারা পঞ্চম টেস্টেও অব্যাহত রাখতে পারে ভারতীয় দল। সেক্ষেত্রে ঋষভ পন্থের বদলে প্রথম টেস্টের একাদশে জায়গা পেতে পারেন ধ্রুব জুরেল। এছাড়া, 3 নম্বরে সাই সুদর্শন, চতুর্থ স্থানে অধিনায়ক শুভমন গিল এবং লোয়ার মিডল অর্ডারে ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা থাকবেন।
বোলিং বিভাগে আসবে পরিবর্তন!
সূত্রের খবর যদি সত্যি হয় তবে, ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে ভারতীয় দলের স্পিন বিভাগকে কাজে লাগাতে চাইবেন শুভমন। মূলত সে কারণেই ওভালে জায়গা পেতে পারেন কুলদীপ যাদব। তাছাড়াও পেস আক্রমণের ক্ষেত্রে পঞ্চম টেস্টে ভারতীয় দলে এন্ট্রি হতে পারে অর্শদীপ সিংয়ের। পাশাপাশি আকাশদীপেরও প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে News 24-এর প্রতিবেদন অনুযায়ী, পঞ্চম টেস্টে বিশ্রামে রাখা হতে পারে জসপ্রীত বুমরাহকে।
অবশ্যই পড়ুন: বন্ধ কবি সুভাষ স্টেশন, তাহলে কোন পর্যন্ত চলবে মেট্রো, কোথা থেকে উঠবেন যাত্রীরা?
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পঞ্চম টেস্টের সম্ভাব্য একাদশ
যশস্বী জয়সওয়াল , কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), ধ্রুব জুরেল , রবীন্দ্র জাদেজা , ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ , আকাশদীপ, অর্শদীপ সিং।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |