বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৃহস্পতিবার দুবাইয়ের মাঠে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা শুধুই শুভ হয়নি ভারতের (India)। সেই সাথে জয়ের গতিও অব্যাহত রয়েছে রোহিত শর্মা বাহিনীর। তবে শান্ত দলের বিপক্ষে প্রথম ম্যাচে দাপুটে জয় সত্ত্বেও ফের আরও একবার হারের রেকর্ডে নাম জড়িয়েছে টিম ইন্ডিয়ার।
হ্যাঁ, গতকালের ম্যাচে যে ঘটনা ভারতকে ফের পরাজয়ের বেড়াজালে আটক করেছে তা হলো টস ভাগ্য। আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে রোহিত শর্মার টস ভাগ্য যে একেবারেই ভাল নয় তা এখন সর্বজনবিদিত। আর সেই দুর্ভাগ্যকে সামনে রেখেই গতকাল ম্যাচ শুরুর আগে কয়েনের লড়াইয়ে পরাজয় দেখেছিল ভারতীয় দল। সেই সাথে টসে হারের নিরিখে এগিয়ে থেকে পরাজয়ের দেওয়াল লিখনও পড়ে ফেলেছেন শর্মা।
টস হেরে লজ্জার রেকর্ড ভারতের!
বাংলাদেশের বিরুদ্ধে ভারতের লড়াইটা ছিল বৃহস্পতিবার। যা সাধারণত ভারতের জনগণ বিশেষত বাঙালিদের কাছে লক্ষীবার হিসেবেই খ্যাত। আর এই শুভদিনেই ম্যাচের প্রথম টস ভাগ্যেই রোহিতদের পরাজয় ছিল যথেষ্ট যন্ত্রণার। বেশ কিছু রিপোর্ট মারফত খবর, চলতি মিনি বিশ্বকাপের প্রথম ম্যাচ মিলিয়ে লক্ষ্মীবার অর্থাৎ বৃহস্পতিবারে ওয়ানডেতে এই নিয়ে 11 বার টস হারলো ভারত। ফলত, সেই নিরিখে ফের আরও একবার দুর্ভাগ্যের পরিধি চওড়া হলো রোহিতের। যার জেরে নতুন লজ্জার রেকর্ডে ঢুকে পড়লো মেন ইন ব্লু।
টস হারের বেশিরভাগ ম্যাচেই অধিনায়ক ছিলেন রোহিত
গতকালের পরাজয় প্রকাশ্যে আসতেই একাধিক সংবাদমাধ্যমের পৃষ্ঠায় দাবি করা হয়েছে, ভারতীয় দলের ওয়ানডে ফরম্যাটে এই 11 বারের টস পরাজয়ের বেশিরভাগ ম্যাচেই ভারতীয় দলের চালকের আসনে বসেছিলেন রোহিত শর্মা। জানা যায়, 11 ম্যাচের 8টিতেই দলকে নেতৃত্ব দিয়েছিলেন হিটম্যান। আর সেখানেই টস ভাগ্য থমকে ছিল ভারতের।
তবে রোহিত শর্মা ছাড়াও 3 বারের জন্য ওয়ানডেতে ভারতীয় দলের অধিনায়কত্ব ছিল লোকেশ রাহুলের হাতে। বলা হচ্ছে, 2023 বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা সিরিজে রাহুলের হাতেই উঠেছিল টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব। সেই সূত্রে বলে রাখি, শেষবারের মতো ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারত টস হেরেছিল। এবার চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচেও একই চিত্র ফুটে উঠলো রোহিতদের।
টস হারলেও ম্যাচের ভাগ্য ফিরেছে শর্মার
দুবাইয়ের 22 গজে ওপার বাংলার টাইগারদের বিপক্ষে টসে দুর্ভাগ্য সত্ত্বেও গতকাল ম্যাচ পকেটে পুরেছে ভারত। শান্ত বাহিনীকে একেবারে গুড়িয়ে দিয়ে 6 উইকেট বাঁচিয়ে রেখেই জয়ের গতি অব্যাহত ছিল টিম ইন্ডিয়ার ছেলেদের। আর এই ম্যাচেই অর্ধ শতরানের কাছাকাছি পৌঁছেছিলেন রোহিত। টসে মুখের হাসি চওড়া না হলেও গতকাল 36 বলে হিটম্যানের 41 রানের দুঃসাহসিক ইনিংস ভারতীয় শিবিরে গুরুত্বপূর্ণ যোগদান রেখেছিল।
আরও পড়ুনঃ মাধ্যমিকের শেষ দিনে বই ছিঁড়ে মহা উল্লাস পরীক্ষার্থীদের! নিন্দার ঝড় উঠল রাজ্য জুড়ে
শর্মার পাশাপাশি যার প্রসঙ্গ না উল্লেখ করলেই নয়, তিনি হলেন জাতীয় দলের অন্যতম তরুণ ওপেনার শুভমন গিল। এদিন গিলকে রোহিতের সাথে ওপেনিং করতে পাঠিয়ে ম্যানেজমেন্ট যে একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে তা সহস্যে প্রমাণ করেছিলেন গিল। বৃহস্পতিবার তার ব্যাট থেকে দুরন্ত সেঞ্চুরি উপহার পেয়েছিল দল। যা শান্তদের জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়ায়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |