পাকিস্তানকে হারিয়েও লজ্জার রেকর্ড গড়ল ভারত

Published on:

Team India set a shameful record despite defeating Pakistan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার দুবাইয়ের মাঠে পাকিস্তানকে তাড়িয়ে তাড়িয়ে মাঠ ছাড়া করেছে রোহিত শর্মার দল (India)। সেই সঙ্গে কোহলির হাত ধরে পরাজয়ের পথে শেষ দাড়িটা টেনেছে টিম ইন্ডিয়া। কিন্তু সূত্র বলছে, পাকিস্তানের বিরুদ্ধে জয় তুলেও হারের রেকর্ডে নাম জড়িয়েছে ভারতের। হ্যাঁ, মরুদেশের মহারণে রবিতেও টস ভাগ্য খোলেনি মেন ইন ব্লুু-র। যার জেরে এই নিয়ে ওয়ানডে ক্রিকেটের টস পর্বে ধারাবাহিক পরাজয়ের পর এবার হারের নয়া নজির গড়ে ফেলল ভারত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কয়েনের লড়াইয়ে পিছিয়ে ভারত

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম আসরে বাংলাদেশের ছেলেদের বিপক্ষে টস জিততে ব্যর্থ হয়েছিলেন অধিনায়ক রোহিত। তবে টস ভাগ্য না ঘুরলেও ম্যাচের চাকা নিজেদের দিকে ঘুরিয়ে 2 পয়েন্ট ঘরে তোলে স্বদেশিরা। তবে দুবাইয়ের মাটিতে প্রথম জয়ের পতাকা গেড়ে একটানা 11 বার টস হারের রেকর্ড গড়েছিল ভারত।

সেদিনও ভারতের রেকর্ড টস ভাগ্যে দুর্বল নেদারল্যান্ডসকে ছাপিয়ে যেতে পারেনি। তবে ম্যাচ রবিবারে গড়াতেই দুপুর দুটোর মোক্ষম সময়ে পাক অধিনায়ক রিজওয়ানের কাছে ফের কয়েনের লড়াইয়ে পরাজিত হন রোহিত। আর এই ঘটনাই ভারতকে ওয়ানডে ক্রিকেটের একটানা 12 ম্যাচে টস হারের লজ্জার রেকর্ডে জায়গা দিয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

টস হারে নেদারল্যান্ডসকেও টেক্কা দিল ভারত

সূত্র বলছে, ভারত-পাকিস্তান ম্যাচের আগে পর্যন্ত একদিনের ক্রিকেটে টানা 11টি ম্যাচে টস হেরে বিরাট নজির গড়েছিল নেদারল্যান্ডস। 2011 সালের মার্চ থেকে শুরু করে 2023 সালের আগস্ট পর্যন্ত টানা 11 বার কয়েনের লড়াইয়ে পরাজিত হয়েছিল তারা। তবে এবার নেদারল্যান্ডসের সেই লজ্জার রেকর্ড ভারতের দখলে। পাকিস্তানের বিপক্ষে টস হারের পর এখন ভারত টস পরাজয়ের নিরিখে সবচেয়ে এগিয়ে।

ভারতের টস হারের যাত্রা

প্রাপ্ত তথ্য অনুযায়ী, কয়েনের লড়াইয়ে ভারতের দুর্দিন শুরু হয়েছিল 2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ থেকেই। সেবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস হেরে নতুন রেকর্ডের পথে পা বাড়ায় ভারত। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 3টি ওয়ানডে ম্যাচের প্রতিটিতেই টসে পরাজিত হয়েছিল কে এল রাহুলের নেতৃত্বাধীন ভারত। পরবর্তীতে, গত বছর অর্থাৎ 2024 সালে শ্রীলঙ্কা সফরে গিয়ে লঙ্কানদের বিরুদ্ধে টানা 3 বার একদিনের ম্যাচে টস হারে ভারত।

অবশ্যই পড়ুন: হাতে ৭ কোটির ঘড়ি, স্টেডিয়ামে বান্ধবী! হার্দিকের হয়ে গলা ফাটানো কে এই মহিলা?

লজ্জার হলেও, শ্রীলঙ্কার বিরুদ্ধে সেবার গোটা সিরিজও হেরেছিল টিম ইন্ডিয়া। তবে এখানেই থেমে থাকেনি ভারতের টস হারের রেকর্ড। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ হওয়া ওডিআই সিরিজের প্রতিটি ম্যাচে টস হেরেছে রোহিত শর্মার দল। অবশেষে বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে পা দিয়েই প্রথম দুই ম্যাচেই টস ব্যর্থতা বাড়ল ভারতের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group