পারেননি সচিন থেকে বিরাট কেউই, প্রথম টেস্টেই অলৌকিক ঘটনা ঘটাল শুভমনের ভারত

Published:

Team India sets record of 5 centuries in first Test against England
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্টে ইতিহাস লিখল ভারতীয় দল (Team India)। রোহিত, বিরাটকে ছাড়া শোচনীয় অবস্থা হবে টিম ইন্ডিয়ার, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ইংল্যান্ড সিরিজের দল ঘোষণার পরই এমন মন্তব্য করেছিলেন অনেকেই। বর্তমানে সেই সব মন্তব্য একেবারে হাতে করে গুঁড়িয়ে দিচ্ছে শুভমন গিলের দল। ইংলিশদের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 471 রান তুলে প্রথম আসরের সমাপ্তি ঘোষণা করে ভারত।

পরবর্তীতে প্রতিপক্ষের সেই লক্ষ্য তাড়া করতে নেমে বুমরাহদের কষাঘাতে 465 তেই থেমে যায় ইংল্যান্ডের চাকা। এরপর ফের দ্বিতীয় ইনিংসে কে রাহুল ও ঋষভ পন্থের অনবদ্য সেঞ্চুরির হাত ধরে 364 রান তোলে ভারত। বর্তমানে সেই হিসেব মেটাতেই লড়ছে বেন স্টোকসের দল। আর এসবের মাঝেই ইংলিশ ভূমিতে ইতিহাস রচনা করল রোহিত-বিরাটহীন টিম ইন্ডিয়া।

ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ল ভারত

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসেই পরপর তিনটি সেঞ্চুরি করেছিলেন যশস্বী জয়সওয়াল, শুভমন গিল ও ঋষভ পন্থ, যার জোরেই বড় লক্ষ্য খাড়া করেছিল ভারত। এবার সেই সূত্র ধরে রেখেই দ্বিতীয় ইনিংসে দুটি দুরন্ত সেঞ্চুরি গড়লেন কে রাহুল ও ভারতের উইকেট কিপার ব্যাটার পন্থ। আর সেই হিসেবেই 93 বছরের ভারতীয় টেস্ট ক্রিকেটার ইতিহাসে বিরাট অলৌকিক ঘটনা ঘটালো ভারত।

আসলে, এর আগে কখনও একটি টেস্ট ম্যাচ বলা ভাল, প্রথম টেস্ট ম্যাচেই একসাথে পাঁচটি সেঞ্চুরি করেনি ভারতীয় দল। যেই অসাধ্য সাধন এবার ইংল্যান্ডের মাটিতেই করে দেখাল গিলের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। বিশেষজ্ঞদের মতে, ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের লক্ষ্য নিয়েই ঝাঁপিয়ে পড়েছে ভারতীয় দল। আর সেই লক্ষ্য নিয়েই এক টেস্টে পরপর পাঁচটি দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস তৈরি করল ভারতের ছেলেরা।

অবশ্যই পড়ুন: বাতাসে জুড়বে ২৩০ মেট্রিক টন বিশুদ্ধ অক্সিজেন! ভারতে চালু হচ্ছে বিশেষ বাস পরিষেবা

অতীতে সর্বোচ্চ সেঞ্চুরি 4টি

বলে রাখি, 93 বছরের ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে কখনও এক টেস্টে পরপর পাঁচটি সেঞ্চুরি করে দেখাতে পারেননি টিম ইন্ডিয়ার কেউই। যদিও অতীতে প্রতিপক্ষের বিরুদ্ধে টেস্ট সিরিজের এক টেস্টে সর্বোচ্চ 4টি সেঞ্চুরি রয়েছে ভারতীয় দলের খাতায়। বলা বাহুল্য, 2007 সালে মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলাকালীন এক আসরে 4টি দুরন্ত সেঞ্চুরির রেকর্ড গড়েছিল টিম ইন্ডিয়া। তবে আপাতত সেই রেকর্ড গুঁড়িয়ে নতুন রেকর্ড খাতায় তুলল শুভমন, পন্থ, রাহুলদের নতুন ভারত।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join